পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভাঙল সচিনের রেকর্ড ! কে টপকালেন ‘লিটল মাস্টার’কে ? - Sachin Tendulkar - SACHIN TENDULKAR

Sachin Tendulkar: ক্রিকেট ঈশ্বর ৷ বাইশ গজে তিনি ছিলেন বোলারদের ত্রাস ৷ 24 বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে তাঁর নামের পাশে অগুন্তি রেকর্ড ৷ এবার তাঁর একটি রেকর্ড ভেঙে গেল ৷ বিরাট কোহলি না জো রুট ? কে টপকালেন মাস্টার ব্লাস্টারকে ?

Sachin Tendulkar's HUGE Record Broken By Computer Trainer From Delhi
ভাঙল সচিনের রেকর্ড ! (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Aug 24, 2024, 12:33 PM IST

হায়দরাবাদ, 24 অগস্ট: বাইশ গজে তিনি ছিলেন বোলারদের ত্রাস ৷ ব্যাট-প্যাড পরিহিত 5.5 ফুটের ডানহাতি ব্যাটার মাঠে থাকা মানেই কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভের ফুলঝুরি ৷ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান থেকে 100টি শতরান, 24 বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে তাঁর নামের পাশে অগুন্তি রেকর্ড ৷ এবার সেই সচিন তেন্ডুলকরেরই বিশ্বরেকর্ড ভেঙে গেল ৷

2013 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাস্টার ব্লাস্টার ৷ তারপরে বিরাট কোহলি, জো রুটরা তাঁর ফেলে যাওয়া ব্যাটন বওয়ার দায়িত্ব নিয়েছেন ৷ তাঁর একাধিক রেকর্ড ইতিমধ্যেই উত্তরসূরিদের দখলে ৷ এবার ভেঙে গেল তাঁর আরেকটি রেকর্ড ৷ সচিনের নামের পাশে রয়েছে 19টি গিনেশ ওয়ার্ল্ড রেকর্ড ৷ সেই রেকর্ডই ভেঙে গিয়েছে ৷ কে টপকালেন মাস্টার ব্লাস্টারকে ?

কে টপকালেন ‘লিটল মাস্টার’কে ? (ইটিভি ভারত)

দিল্লির কিরারি এলাকার বাসিন্দা বিনোদ কুমার চৌধুরী । এর আগে বেশ কয়েকবার ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’ নিজের নাম নথিভুক্ত করেছেন তিনি ৷ যদিও তিনি ক্রিকেট খেলেন না ৷ জেন্টলসম্যান গেমের সঙ্গে তাঁর বিশেষ সখ্যতাও নেই ৷ বিনোদ ‘জ়র’ হল টাইপিং ৷ দ্রুত টাইপ করতে তিনি অত্যন্ত দক্ষ ৷ নাক দিয়ে টাইপ করে ফের ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম লিখিয়েছেন তিনি ৷ এই নিয়ে 20 বার গিনেসে নাম তুলেছেন বিনোদ ৷ পিছনে ফেলেছেন সচিন তেন্ডুলকরকে ৷

বিনোদ কুমার চৌধুরী (ইটিভি ভারত)

বৃহস্পতিবার এই কীর্তি গড়েছেন বিনোদ ৷ এর আগে চোখ বেঁধে এবং মুখের কাঠি দিয়ে টাইপ করার জন্য রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন ৷ এবার একটি QWERTY কীবোর্ডে নাক দিয়ে রোমান বর্ণমালা টাইপ করার জন্য নয়া রেকর্ড গড়েছেন তিনি ৷ বিনোদ বিশ্বাস করেন, তাঁর সাফল্যের রহস্য হল সর্বদা ইতিবাচক চিন্তা করা ৷ টাইপিং শুধুমাত্র নেশা নয়, তাঁর নেশাও ।

সংবাদসংস্থা পিটিআই’কে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সচিন তেন্ডুলকর আমার আদর্শ ৷ তাঁর খেলা দেখে বড় হয়েছি ৷ তিনি সর্বদা ভারতকে গর্বিত করতে চেয়েছিলেন ৷’’ সচিনের হাতই তাঁর 20তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট পাওয়ার ইচ্ছেপ্রকাশও করেছেন তিনি । তাঁর আশা, তিনি রেকর্ড ভেঙেছেন শুনে সচিন খুশি হবেন ৷

প্রাক্তন কেকেআর তারকার বিরুদ্ধে খুনের অভিযোগ, চাঞ্চল্য ক্রিকেটবিশ্বে

ABOUT THE AUTHOR

...view details