হায়দরাবাদ, 24 অগস্ট: বাইশ গজে তিনি ছিলেন বোলারদের ত্রাস ৷ ব্যাট-প্যাড পরিহিত 5.5 ফুটের ডানহাতি ব্যাটার মাঠে থাকা মানেই কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভের ফুলঝুরি ৷ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান থেকে 100টি শতরান, 24 বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে তাঁর নামের পাশে অগুন্তি রেকর্ড ৷ এবার সেই সচিন তেন্ডুলকরেরই বিশ্বরেকর্ড ভেঙে গেল ৷
2013 সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাস্টার ব্লাস্টার ৷ তারপরে বিরাট কোহলি, জো রুটরা তাঁর ফেলে যাওয়া ব্যাটন বওয়ার দায়িত্ব নিয়েছেন ৷ তাঁর একাধিক রেকর্ড ইতিমধ্যেই উত্তরসূরিদের দখলে ৷ এবার ভেঙে গেল তাঁর আরেকটি রেকর্ড ৷ সচিনের নামের পাশে রয়েছে 19টি গিনেশ ওয়ার্ল্ড রেকর্ড ৷ সেই রেকর্ডই ভেঙে গিয়েছে ৷ কে টপকালেন মাস্টার ব্লাস্টারকে ?
দিল্লির কিরারি এলাকার বাসিন্দা বিনোদ কুমার চৌধুরী । এর আগে বেশ কয়েকবার ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’ নিজের নাম নথিভুক্ত করেছেন তিনি ৷ যদিও তিনি ক্রিকেট খেলেন না ৷ জেন্টলসম্যান গেমের সঙ্গে তাঁর বিশেষ সখ্যতাও নেই ৷ বিনোদ ‘জ়র’ হল টাইপিং ৷ দ্রুত টাইপ করতে তিনি অত্যন্ত দক্ষ ৷ নাক দিয়ে টাইপ করে ফের ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম লিখিয়েছেন তিনি ৷ এই নিয়ে 20 বার গিনেসে নাম তুলেছেন বিনোদ ৷ পিছনে ফেলেছেন সচিন তেন্ডুলকরকে ৷