Vinesh Phogat Joins Politics: রাজনীতিতে যোগ দিয়েছেন ভিনেশ ফোগত ৷ আগেই জল্পনা শুরু হয়েছিল, হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়বেন তিনি ৷ সেই জল্পনাতেই সিলমোহর পড়ল ৷ হাত চিহ্নে বিধানসভায় লড়বেন দেশের তারকা পালোয়ান ৷
জুলানা থেকে ভিনেশকে প্রার্থী করল কংগ্রেস (ইটিভি ভারত)
নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: ভোটের ময়দানে নামছেন কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ আগেই জল্পনা ছড়িয়েছিল, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি ৷ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছে তারকা পালোয়ান ৷ তারপরেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জুলানা আসন থেকে ভোটে লড়বেন ভিনেশ ৷
ভিনেশ বনাম ববিতা ?
2019 সালে বিজেপি’তে যোগ দেন ববিতা ফোগত ও তাঁর বাবা মহাবীর ফোগত ৷ বর্তমানে ববিতা পুরোদস্তুর রাজনীতিবিদ ৷ 2019 সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে দাদরী থেকে দাঁড়িয়ে 20 শতাংশেরও কম ভোট পেয়েছিলেন ৷ হারতে হয়েছিল নির্দল প্রার্থী সোমবীর সাঙ্গওয়ানের কাছে ৷ এবার দাদরীতে সুনীল সাঙ্গওয়ানকে টিকিট দিয়েছে বিজেপি ৷
90টি আসনের হরিয়ানা বিধানসভার 67টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে পদ্মশিবির ৷ ওই তালিকায় জুলানার প্রার্থীর নাম এখনও ঘোষণা করেনি বিজেপি ৷ ফলে রাজনৈতিক মহল বলছে, ভিনেশের বদলে তাঁর তুতো বোনকে টিকিট দিয়ে চমক দিতে পারে বিজেপি ৷
টিকিট পেলেন না বজরং...
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল আরেক কুস্তিগীর যোগেশ্বর দত্তের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন বজরং পুনিয়া ৷ 2019 সালে বরোদা থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন যোগেশ্বর ৷ যদিও কংগ্রেসের শ্রীকৃষাণ হুডার কাছে হেরে যান ৷ গতকাল ভিনেশের সঙ্গে বজরংয়ের কংগ্রেস যোগে সেই জল্পনা আরও বেড়েছিল ৷
যদিও কংগ্রেসের প্রার্থীর তালিকায় নেই 2020 টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বজরংয়ের নাম ৷ তাঁকে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের ওয়ার্কিং চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে দল ৷
প্রসঙ্গত, হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনবদল করেছে নির্বাচন কমিশন ৷ হরিয়ানায় 1 অক্টোবরের বদলে ভোটগ্রহণ হবে 5 অক্টোবর ৷ ফলে হরিয়ানা ও জম্মু-কাশ্মীর, দু’রাজ্যেই ভোট গণনা 4 অক্টোবরের বদলে হবে 8 অক্টোবর ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, গুরু জাম্বেশ্বরের স্মরণে অসোজ অমাবস্যা উৎসব উদযাপনে অংশ নেবে বিষ্ণোই সম্প্রদায় ৷ তাঁদের ঐতিহ্য এবং ভোটদানের গুরুত্বকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷