নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: রাজনীতির ময়দানে নামছেন কুস্তিগীর ভিনেশ ফোগত ? আগেই জল্পনা ছড়িয়েছিল, আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন তিনি ৷ আলোচনায় উঠে এসেছিল কংগ্রেসের নামও ৷ এবার জল্পনা আরও বাড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করলেন তিনি ৷ কংগ্রেসের পক্ষ থেকে একটি এক্স পোস্টে জানানো হয়েছে, ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছেন ৷
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, রাজনীতিতে যোগ দিচ্ছেন ‘দঙ্গল গার্ল’ ৷ কোন দলের প্রতীকে তিনি ভোটে দাঁড়াবেন তা স্পষ্ট না-হলেও, মনে করা হচ্ছিল বিজেপি বিরোধী কোনও দলে তিনি যোগ দেবেন ৷ বিজেপির ববিতা ফোগতের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারেন তিনি ৷ এবার রাহুলের সঙ্গে সাক্ষাতে সেই জল্পনাই আরও বেড়েছে ৷
প্যারিসে ভাগ্যের ফেরে পোডিয়াম ফিনিশ করে আসতে পারেননি ভিনেশ ৷ মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় ফাইনালের আগে ‘অযোগ্য’ ঘোষণা করা হয় ৷ আবেদন সত্ত্বেও অলিম্পিক্স কমিটির সিদ্ধান্তই বহাল রাখে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ ফলে রুপো নিশ্চিত হয়ে গেলেও পোডিয়ামে ওঠা হয়নি ৷ যদিও দেশে ফিরে বিজয়ীর সম্মান পাচ্ছেন তিনি ৷ সোনার পদক উপহার দিয়েছেন গ্রামবাসীরা ৷ সম্মান জানিয়েছে খাপ পঞ্চায়েতও ৷