অম্বালা, 31 অগস্ট:2023 সালে কুস্তিগীরদের আন্দোলনে অন্যতম মুখ ছিলেন ভিনেশ ফোগত। প্যারিস অলিম্পিক্সের পর দেশে ফিরে ফের আন্দোলনে সামিল হলেন ভিনেশ। শনিবার শম্ভু সীমানায় কৃষকদের আন্দোলন আজ 200 দিনে পা-দিল ৷ এদিন কৃষকদের সমর্থন জানাতে শম্ভু বর্ডারে কৃষকদের আন্দোলনে সামিল হয়ে দঙ্গলগার্ল বললেন, "আমি আপনাদেরই মেয়ে ৷ এবার কৃষকদের দাবি সরকারের শোনা উচিত ৷"
'কৃষকদের দাবি সরকারের শোনা উচিত', সীমান্তে দঙ্গলগার্লের কথা শুনবে কি কেন্দ্র? - Vinesh Phogat - VINESH PHOGAT
Kisan Andolan Completes 200 Days: শম্ভু সীমানায় 200 দিন ধরে চলছে কৃষকদের আন্দোলন ৷ অলিম্পিক্সের মঞ্চ থেকে ফিরে সেখানে যোগ দিলেন 'সোনা' হাতছাড়া হওয়া কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ মঞ্চে দাঁড়িয়ে 'প্রতিবাদী' ভিনেশের কথা, "কৃষকদের দাবি সরকারের শোনা উচিত ৷"
Published : Aug 31, 2024, 11:03 PM IST
|Updated : Aug 31, 2024, 11:11 PM IST
কৃষক আন্দোলনে যোগ দিয়ে ভিনেশ এদিন আরও বলেন, "আমি সৌভাগ্যবান যে কৃষক পরিবারে জন্ম হয়েছে। আমাদেরই নিজেদের অধিকারের পক্ষে দাঁড়াতে হবে। আজও উৎসাহ প্রথম দিনের মতোই রয়েছে। আপনাদের মেয়ে আপনাদের সঙ্গেই আছে। আমি সরকারকে বলি, দেশের মানুষ তাদের অধিকারের জন্য আওয়াজ তুললে তা সবসমই রাজনৈতিক হয় না। এটাকে কোনও ধর্মের সঙ্গেও যুক্ত করা উচিত নয়। কৃষকদের দাবি পূরণ করতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আপনাদের দাবি পূরণ হোক। আপনাদের ছাড়া দেশকে কে খাওয়াবে? আপনারা যদি আমাদের খাবার না-দেন তাহলে খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করবে কীভাবে?" উল্লেখ্য, ন্যূনতম সহায়ক মূল্যের আইনি প্রতিশ্রুতির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা।
এদিকে, ভিনেশ ফোগতের রাজনৈতিক জীবনে প্রবেশ নিয়ে জল্পনা চলছে ৷ সেই জল্পনা আরও জোরালো হল আজকের পর ৷ এর আগে ভিনেশ ফোগত কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে লড়বেন কি না, এই প্রশ্নের উত্তরে কুস্তিগীর বলেছিলেন, "তাঁর রাজনীতি সম্পর্কে কোনও জ্ঞান নেই। তবে খেলাধুলো নিয়ে প্রশ্ন করলে অবশ্যই বলতে পারবেন।" তবে রাজনীতির অন্দরে চর্চা চলছে যে কংগ্রেস ভিনেশকে টিকিট দিয়ে বিধানসভা নির্বাচনে তাঁর তুতো বোন ববিতা ফোগতের বিরুদ্ধে দাঁড় করাতে পারে ৷