নিউইয়র্ক, 13 জুন: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দল হিসেবে স্টপ-ক্লক পেনাল্টির শিকার হল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ ভারতের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের ম্যাচে ঘটনাটি ঘটেছে ৷ বুধবার ভারতের ইনিংসের 16 নম্বর ওভার শুরুর আগে স্টপ-ক্লক পেনাল্টি হয় মার্কিন দলের ৷ ফলে ভারতের স্কোরবোর্ডে 5 রান যোগ হয় ৷ উল্লেখ্য, বুধবার 18.2 ওভারে 3 উইকেট হারিয়ে 111 রান তাড়া করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ জেতে ভারত ৷
কী এই স্টপ-ক্লক পেনাল্টি ?
আইসিসি সম্প্রতি একটি নতুন নিয়ম লাগু করেছে ৷ নির্দিষ্ট সময়ের মধ্যে খেলা শেষ করার জন্য 'স্টপ-ক্লক পেনাল্টি' নিয়ে এসেছে আইসিসির এক্সিকিউটিভ কমিটি ৷ সেই নিয়ম অনুযায়ী, একটি ওভার শেষ হওয়ার পর পরবর্তী ওভার 60 সেকেন্ডের মধ্যে শুরু করতে হবে ৷ নচেৎ বোলিং টিম স্টপ-ক্লক পেনাল্টির শিকার হবে ৷ তবে, সরাসরি এই স্টপ-ক্লক পেনাল্টি লাগু হবে না ৷
স্টপ-ক্লক পেনাল্টি লাগু হওয়ার নিয়ম:
আইসিসির নিয়মে বলা হয়েছে, একটি ওভার শেষ হয়ে পরের ওভার শুরুর মাঝে 60 সেকেন্ড বা এক মিনিট সময় পেরিয়ে গেলে, প্রথমবারে ফিল্ড আম্পায়ার ফিল্ডিং দলের অধিনায়ককে সতর্ক করবেন ৷ দ্বিতীয়বারে চূড়ান্ত সতর্কবার্তা দেবেন আম্পায়ার ৷ কিন্তু তৃতীয়বারে আর কোনও সতর্কতা নয়, সরাসরি ব্যাটিং দলের স্কোরে 5 রান যোগ হয়ে যাবে ৷ আর এটা শুধু একবার নয় ৷ যতবার এক মিনিটের বেশি সময় ওভার শুরু করতে নষ্ট করবে ফিল্ডিং দল ৷ ততবার প্রতিপক্ষের খাতায় 5 রান করে যোগ হবে ৷
টি20 বিশ্বকাপের আরও খবর জানতে...
ভারতের বিরুদ্ধে বুধবার টি-20 বিশ্বকাপের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একই ঘটনা ঘটেছে ৷ ম্যাচে 15 নম্বর ওভার শেষ হওয়ার পর, 16 নম্বর ওভার শুরু করতে জসদীপ সিং 1 মিনিটের বেশি সময় নেন ৷ তখনই ফিল্ড আম্পায়ার অধিনায়ক অ্যারন জোন্সকে ডেকে জানিয়ে দেয়, তাঁদের 5 রানের পেনাল্টি দেওয়া হচ্ছে ৷ উল্লেখ্য, 16 নম্বর ওভারের আগে দু’বার ফিল্ড আম্পায়ার অ্যারন জোন্সকে সতর্ক করেছিলেন ৷ কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বিষয়টিতে আমল দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ ফলে 16 নম্বর ওভার শুরুর আগে ভারতের রান 3 উইকেটে 76 ছিল ৷ পেনাল্টির রান যোগ হতে তা, 3 উইকেটে 81 হয়ে যায় ৷ অর্থাৎ, যেখানে 5 ওভারে ভারতকে 7 রান প্রতি ওভারে 35 রান করতে হত ৷ সেখানে টার্গেট কমে দাঁড়ায় 5 ওভারে 30 রান ৷
প্রথমবার স্টপ-ক্লক পেনাল্টি লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গতবছর নভেম্বর মাসে আমেদাবাদে ৷ 50 ওভারের বিশ্বকাপের সময় আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটি বৈঠকে এই নিয়মটি পরীক্ষামূলকভাবে লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বলা হয়েছিল, 2023 সালের ডিসেম্বর থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত স্টপ-ক্লক পেনাল্টি পরীক্ষামূলকভাবে কার্যকর হবে ৷ বিষয়টির সাফল্যের পর, এবছর গত মার্চ মাসে আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মটিকে পাকাপাকিভাবে লাগু করা হবে ৷ আর এর সূচনা হয় 1 জুন অর্থাৎ, টি20 বিশ্বকাপ থেকে ৷ আর প্রথমবারে এই নিয়মের ফাঁদে পড়েছে সহকারী আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ৷ উল্লেখ্য, এই এক মিনিট সময় বোঝার জন্য মাঠে একটি ডিজিটাল ঘড়ি রাখা হচ্ছে ৷ সেখানেই প্রতি ওভারের মাঝের সময়ের কাউন্টডাউন চলছে ৷