ডালাস (মার্কিন যুক্তরাষ্ট্র), 2 জুন:শুরু হয়ে গেল টি-20 বিশ্বকাপের নবম আসর ৷ আনুষ্ঠানিক কোনও জাঁকজমক ছাড়াই মার্কিন মুলুকে শুরু হল এবারের টি-20 বিশ্বকাপ। সকাল 6টা নাগাদ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হয় প্রথমবারের মতো বিশ্বমঞ্চ মাতাতে আসা আইসিসির দুই সহযোগী দেশ কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে রবিবার (ভারতীয় সময় অনুযায়ী) ম্যাচ ছিল জমজমাট ৷ টস হেরে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 194 রান তোলে কানাডা ৷ জবাবে 2 ওভারেরও বেশি বল বাকি থাকতেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ৷ সাত উইকেটে কানাডাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুর করে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ৷ 94 রানের অনবদ্য ইনিংসে ম্যাচের সেরা অ্যারন জোনস ৷
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়ে যাত্রা শুরু যুক্তরাষ্ট্রের - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024
United States vs Canada: টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী কানাডার বিপক্ষে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র ৷ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আয়োজক দেশ নিউ ইয়র্ক ৷ রবিবার (ভারতীয় সময় অনুযায়ী) সকাল 6টায় ম্যাচ শুরু হয় ৷ তাতে 22 বল বাকি থাকেতেই কানাডাকে সাত উইকেটে হারায় মার্কিন যুক্তরাষ্ট্র ৷
Published : Jun 2, 2024, 10:40 AM IST
|Updated : Jun 2, 2024, 12:28 PM IST
এদিন টস জিতে কানাডা অধিনায়ক সাদ বিন জাফরকে ব্যাট করতে পাঠান যুক্তরাষ্ট্র অধিনায়ক মনাঙ্ক প্যাটেল ৷ কানাডা অধিনায়ক সাদ বিন জাফরকে ব্যাট করতে পাঠান যুক্তরাষ্ট্র অধিনায়ক মনাঙ্ক প্যাটেল ৷ প্রথমে ব্যাট করতে নেমে অ্য়ারন জনসন 23 রান করেন ৷ নবনীত ধালিওয়াল 61 রানের দুরন্ত ইনিংস খেলেন ৷ 51 রান করেন নিকোলাস কীর্তন ৷ 32 রান করে আউট হন শ্রেয়াস মোভ্ভা ৷ পাঁচ উইকেট হারিয়ে 20 ওভারে 194 রান তোলে কানাডা ৷ অন্যদিকে, যুক্তরাষ্ট্র বাহিনীর আলি খান একটি উইকেট নেন ৷ একটি উইকেট নেন হারমিত সিং ৷ কোরি অ্যান্ডারসন 3 ওভার বল করে একটি উইকেট নেন ৷
রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট পড়ে যায় সাদ বিন জাফার ব্রিগেডের ৷ 16 রান করেন মনাঙ্ক প্যাটেল ৷ 65 রান করে সাজঘরে ফিরে যান অ্যান্ড্রিস গাউস ৷ 40 বলে 94 রান করে অপরাজিত থেকে যান ম্যাচের সেরা অ্যারন জোনস ৷ তাঁর 94 রানের ইনিংস সাজানো 10টি ছক্কা ও 4টি চারে ৷ অন্যদিকে, কানাডার কালিম সানা, দিলন হেইলিগার ও নিখল দত্ত একটি করে উইকেট নেন ৷