বেনোনি (দক্ষিণ আফ্রিকা), 12 ফেব্রুয়ারি:বিশ্বকাপের হার মেলাল রোহিত-উদয়কে ৷ প্রায় তিন মাস আগে ওডিআই বিশ্বকাপের ফাইনালে যা ফল হয়েছিল আর গতকাল বেনোনিতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ছবিটাও এক ৷ ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া দল। দাদাদের পর ভাইদেরও হারাল ইয়েলো ব্রিগেড ৷ ফাইনাল ম্যাচে হারের পর আক্ষেপ ধরা পড়ল ভারত অধিনায়ক উদয় সাহারাণের গলাতে।
যুব দলের অধিনায়ক বললেন, "আমরা কয়েকটা বাজে শট খেলেছি। ক্রিজে বেশি সময় কাটাতে পারিনি। যার খেসারত আমাদেরকে দিতে হল ৷" গতকাল টস হারের পর ভারতকে বোল করতে পাঠায় অজিরা ৷ উদয়দের 254 রানের টার্গেট দেয় তারা ৷ এদিকে ভারত যখন ব্যাট করতে নামে তখন অনায়াসেই 43.5 ওভারে 174 রানে অলআউট হয়ে বিশ্বকাপের টফ্রি হাতছাড়া করে দেয় ৷ এরপর অধিনায়ক বলেন, "শুরু থেকে এখনও পর্যন্ত আমরা অনেক কিছু শিখেছি ৷ প্রথম থেকেই প্রত্যেকে খুব লড়াকু মনোভাব দেখিয়েছে। কোচিং স্টাফ থেকে শুরু করে সকলের থেকে অনেক কিছু শিখেছি। এখন আমাদের আরও শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে।"
অস্ট্রেলিয়ার বোলারদের খেলা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "আমরা এদিন বেশ কয়েকটা খারাপ শট খেলেছি। ক্রিজে আমরা আরও বেশি সময় কাটাতে পারিনি। তার খেসারত আমাদেরকে এই ম্যাচে দিতে হয়েছে। আমরা সঠিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। তবে তা সঠিকভাবে মাঠে প্রয়োগ করতে পারিনি।" এদিকে, অস্ট্রেলিয়া যুব দলের অধিনায়ক বলেন, "এই ম্যাচটা আমাদের চতুর্থ অনূর্ধ্ব-19 বিশ্বকাপের শিরোপা। এটা অবিশ্বাস্য। আমি দলের ছেলেদের এবং কোচদেরকে পেয়ে খুব গর্বিত। গত কয়েক মাসে অনেককিছু শিখেছি ৷ আমাদের মোটামুটি আত্মবিশ্বাস ছিল যে আমরা 250 রান করতে চেষ্টা করব ৷ ভারত খুব ভালো দল, তারা পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করেছিল ৷ তাদের আজ কিছু ভুল-ভ্রান্তি ছিল ৷ তবে অনেক কিছু স্ট্রং আছে ৷"
প্রসঙ্গত, এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া দল। তারা নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 253 রান করতে সমর্থ হয়। দলের হয়ে সর্বোচ্চ 55 রান করেন হর্জস সিং। ভারতের হয়ে রাজ লিম্বানি 38 রান দিয়ে 3 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ভারতীয় দল। ফলে প্রথম থেকেই চাপে পড়ে যায় তারা। গুরুত্বপূর্ণ ফাইনালে সেই চাপ আর তারা কাটিয়ে উঠতে পারেননি। ভারতের হয়ে আদর্শ সিং 47, মুরুগান অভিষেক 42 রান করেন। আর কেউ রান না-করার ফলে 43.5 ওভারে 174 রানেই অলআউট হয়ে যায় ভারত। ফলে 79 রানে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হারতে হল ভারতীয় দলকে।
আরও পড়ুন:
- ষষ্ঠ খেতাবের স্বপ্নভঙ্গ, 14 বছর পর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
- অজিদের বিরুদ্ধে ফাইনালে ভারতের পেসারদের দাপট, ষষ্ঠ খেতাব জিততে দরকার 254 রান
- প্রোটিয়াভূমে মেগা ফাইনালে টস হারল ভারত, প্রথমে ব্যাট করছে অজিরা