পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মালদিনির দেশ থেকে আইপিএল নিলামে থমাস ড্রাকা, কে এই ক্রিকেটার?

ইতালির প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামের জন্য নথিভুক্ত হয়েছেন থমাস ড্রাকা ৷ ক্রিকেটবিশ্বে কীভাবে পরিচিতি পেলেন এই ক্রিকেটার ৷ জেনে নেওয়া যাক ৷

THOMAS DRACA
থমাস ড্রাকা (বাঁদিকে) (Thomas Draca Instagram)

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 7:40 PM IST

হায়দরাবাদ, 10 নভেম্বর: খেলাধুলোয় ইতালির নাম শুনলে প্রথমেই মাথায় আসে ফুটবল ৷ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন 'আজ্জুরি' বাহিনী প্রজন্মের প্রজন্ম ধরে বিশ্বফুটবলকে উপহার দিয়েছে কিংবদন্তি সব ফুটবলার ৷ তালিকায় রয়েছেন পাওলো মালদিনি, পাওলো রোসি, ফ্য়াবিও ক্যানাভারো, গিয়ানলুইগি বুফোঁর মত নাম ৷ বর্তমানে ইতালির বাইশ গজের মানচিত্রেও যে একটা পরিচিতি রয়েছে সেটা শুনলে নাক সিঁটকোন অনেকে ৷

তবে এটা সত্যি যে, আইসিসি অধিভুক্ত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মধ্যে দিয়ে ক্রিকেটবিশ্বে পরিচিতি খোঁজার চেষ্টায় মালদিনি, ক্যানাভারোদের দেশ ৷ ইতিমধ্যেই তাঁরা আইসিসি'র সহযোগী সদস্যপদও অর্জন করেছে ইউরোপের অন্য়ান্য অনেক দেশের মতই ৷ যে তালিকায় রয়েছে নেদারল্যান্ডস, ফ্রান্স, হাঙ্গেরি, গ্রিসের মত দেশের নাম ৷ সে যাইহোক ৷ যাঁর কারণে ক্রিকেটের সঙ্গে ইতালির অবতারণা, তিনি হলেন সে দেশের এক ক্রিকেটার থমাস ড্রাকা ৷ ফুটবল পাগল দেশ ইতালির প্রথম ক্রিকেটার হিসেবে আসন্ন আইপিএল নিলামের জন্য নথিভুক্ত হয়েছে তাঁর নাম ৷ যে 1574 জন ক্রিকেটার 2025 আইপিএল নিলামের জন্য নথিভুক্ত হয়েছেন, থমাস ড্রাকা তাঁদের একজন ৷

কে এই ড্রাকা: চলতি বছর জুনেই লুক্সেমবার্গের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের যোগ্যতা অর্জন (ইউরোপ) পর্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ড্রাকায় ৷ অভিষেকে চার ওভার হাত ঘুরিয়ে 15 রান দু'টি উইকেট নেন এই মিডিয়াম পেসার ৷ আপাতত চারটি আন্তর্জাতিক টি-20 ম্যাচে ইতালি ক্রিকেটারের নামের পাশে রয়েছে আট উইকেট ৷

ক্রিকেটবিশ্বে পরিচিতি: দেশের জার্সিতে চারটি টি-20 খেললেও ড্রাকার পরিচিতি অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ৷ চলতি বছর অগস্টে গ্লোবাল টি-20 কানাডায় অংশগ্রহণ করে স্পটলাইটে আসেন বছর চব্বিশের এই ক্রিকেটার ৷ টুর্নামেন্টের যুগ্ম সর্বাধিক উইকেট শিকারি ছিলেন তিনি ৷ ছয় ম্যাচে নিয়েছিলেন 11টি উইকেট ৷ তারপর থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিতি গড়ে ওঠে ড্রাকার ৷

খেলেছেন ইন্টারন্য়াশনাল লিগটি-20: গ্লোবাল টি-20 কানাডায় সাফল্যের পর সংযুক্ত আরব আমিরশাহীর ইন্টারন্য়াশনাল লিগ টি-20'তেও খেলেন তিনি ৷ মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানাধীন সংস্থার ফ্র্যাঞ্চাইজি এমআই এমিরেটসের শরিক তিনি ৷ আমিরশাহীর টি-20 লিগে খেলেই আইপিএল নিলামের জন্য নথিভুক্ত হন তিনি ৷

ড্রাকার বেস প্রাইস: আগামী 24 ও 25 নভেম্বর আইপিএল নিলামে অলরাউন্ডার ক্য়াটেগরিতে থাকবেন ড্রাকা ৷ তাঁর বেস প্রাইস রাখা হয়েছে 30 লক্ষ টাকা ৷ এখন দেখার থমাস ড্রাকা কোনও ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্ত হন কি না ৷

ABOUT THE AUTHOR

...view details