পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'অনীশ বিস্ময় প্রতিভা', রেটিংয়ে নজর দিতে নিষেধ কার্লসেনের - TATA STEEL CHESS INDIA

পাঁচ বছর পর কলকাতায় ম্য়াগনাস কার্লসেন ৷ টাটা স্টিল চেজ খেলতে এসে সাক্ষাৎ করলেন খুদে প্রতিভা অনীশের সঙ্গে ৷ তারপর কী বললেন তিনি?

TATA STEEL CHESS INDIA
অনীশের সঙ্গে কার্লসেন (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Nov 13, 2024, 6:01 PM IST

কলকাতা, 13 নভেম্বর: সম্প্রতি বুদাপেস্টে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই সোনা জিতে ইতিহাস গড়েছে ভারত ৷ ফলাফলেই স্পষ্ট ভারতীয় দাবায় এখন উজ্জ্বল মুখের সারি ৷ তবে তাঁদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ডি গুকেশ ৷ তাঁকে বলা হচ্ছে ভারতীয় দাবার বিস্ময় প্রতিভা ৷ বুধবার কলকাতায় শুরু হওয়া ষষ্ঠ টাটা স্টিল চেজ প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট তিনি ৷

গুকেশের মত ভারতীয় দাবার তরুণ প্রজন্মদের সঙ্গে লড়াইয়ে নিজের শক্তি যাচাই করতে চাইছেন বিশ্বচ্যাম্পিয়ন ম্য়াগনাস কার্লসেনও ৷ নরওয়ে কিংবদন্তি মঙ্গলবার বলেন, "নতুন প্রজন্মের দাবাড়ুদের সঙ্গে খেলার মধ্যে দিয়ে নিজেকে যাচাই করতে চাই। আমি সবসময় দেখতে চাই ঠিক কতটা উন্নতি করল নতুন দাবাড়ুরা। তারা প্রতিনিয়ত উন্নতি করে চলেছে। তবে তা সবসময় পর্যাপ্ত নয়।" যদিও ভারতে একঝাঁক প্রতিভাবান দাবাড়ু উঠে আসতে দেখে খুশি কার্লসেন ৷

প্রতিযোগিতায় অংশ নিয়েছেন অনীশ সরকার ৷ তিনবছর আটমাস বয়সে বিশ্বের কনিষ্ঠ হিসেবে ফিডে এলো রেটিং পেয়ে নজির গড়েছেন বাঙালি খুদে। সাক্ষাতের পর অনীশের স্তুতি দাবার অবিসংবাদী নায়কের গলায় ৷ উপদেশ হিসেবে অনীশ ও তাঁর অভিভাবদের কার্লসেন বলেন, "আমি বলব এখন খেলার আনন্দে খেলে যেতে। রেটিং, টুর্নামেন্ট জয় নিয়ে মাথা না-ঘামানোই ভালো। ওসব এমনিই চলে আসবে।" এদিকে প্রথম ম্য়াচেই কার্লসেন লড়বেন রমেশবাবু প্রজ্ঞানন্দর বিরুদ্ধে ৷ বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে নামার আগে বেশ উত্তেজিত চেন্নাই দাবাড়ু। তিনি বলেন, "সবাই ম্যাগনাসের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছে। ও বিশ্বের সেরা খেলোয়াড়। একটা উত্তেজক ম্যাচ হতে চলেছে। আমি নিজের সেরাটা দেব। তারপর যা হওয়ার হবে।"

চলতি মাসের শেষদিকেই সিঙ্গাপুরে বসছে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ। ভারতীয় দাবাড়ু গুকেশ মুখোমুখি হবেন চিনের দাবাড়ু ডিং লিরেনের। প্রজ্ঞা বলছেন, "গুকেশই ফেভারিট। ডিং লিরেনের সাম্প্রতিক ফর্ম ভালো নয়। গুকেশ ভালো প্রস্তুতিও নিয়েছে। তবে এটা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচ। ফলাফল যে কোনও কিছু হতে পারে।" প্রজ্ঞার সঙ্গে একমত আরেক ভারতীয় দাবাড়ু অর্জুন এরিগাইসি। পাশাপাশি টাটা স্টিল চেজেও নিজের সেরাটা দিতে বদ্ধপরিকর তিনি ৷

'সিটি অফ জয়'-এ এবারের প্রতিযোগিতায় প্রজ্ঞা, গুকেশ ছাড়াও ভারতীয়দের মধ্যে ভিদিত গুজরাতি, কোনেরু হাম্পি, রমেশবাবু বৈশালীর মতো তারকাদের দেখা যাবে। ধনধান্য অডিটোরিয়ামে আজ শুরু হয়েছে এবারের প্রতিযোগিতা। ওপেন বিভাগে ম্যাগনাস ও প্রজ্ঞানন্দ ছাড়াও অর্জুন এরিগাইসি, বিদিত গুজরাতি, ওয়েসলে সো'র মতো গ্র্যান্ডমাস্টাররা আছেন। মহিলা বিভাগে লড়তে দেখা যাবে কোনেরু হাম্পি, গতবারের চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ, ভন্তিকা আগরওয়াল, ভ্যালেন্তিনা গুনিনাকে। পাঁচদিনের প্রতিযোগিতায় প্রথম তিন দিন হবে ব়্যাপিড দাবা। শেষ দু’দিন হবে ব্লিৎজ রাউন্ড। বুধবার ব়্যাপিডের প্রথম রাউন্ডেই মুখোমুখি কার্লসেন ও প্রজ্ঞানন্দ।

ABOUT THE AUTHOR

...view details