পোর্ট অফ স্পেন, 6 মে: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ উদ্যোগে আয়োজিত টি-20 বিশ্বকাপে সন্ত্রাসবাদী হামলার হুমকি ৷ এমনটাই জানিয়েছেন, ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কিথ রাউলি ৷ সেই হুমকির পরেই ত্রিনিদাদ সরকারের তরফে নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ৷ তিনি বলেন, "জাতীয় নিরাপত্তার বিষয়টিতে আমরা বাড়তি গুরুত্ব দিচ্ছি ৷ সবরকম ঝুঁকিকে নস্যাৎ করতে আমরা সবরকমভাবে প্রস্তুতি নিচ্ছি ৷"
সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ত্রিনিদাদ ডেইলি এক্সপ্রেস তাদের প্রধানমন্ত্রী কিথ রাউলিকে উল্লেখ করে জানিয়েছে, "দুর্ভাগ্যবশত, সন্ত্রাসবাদের হুমকি তার বহু এবং বৈচিত্র্যময় অভিব্যক্তিতে একবিংশ শতাব্দীর বিশ্বে একটি চির-বর্তমান বিপদ ৷" তবে, কে বা কারা এই হামলার হুমকি দিয়েছে ? তা খোলসা করেননি কিথ রাউলি ৷
তিনি বলেন, "এই পরিস্থিতিতে আমাদের মতো দেশ যখন বিশাল সংখ্যক মানুষকে নিয়ে এত বড় টুর্নামেন্টের আয়োজন করে, তখন জাতীয় নিরাপত্তাকে আঁটোসাঁটো করতে আমরা একটু বেশি সচেষ্ট হই ৷ যাতে করে যে কোনও গুরুতর পরিস্থিতিতে সামাল দেওয়া সম্ভব হয় ও সবরকম বিপদকে এড়িয়ে চলা যায় ৷" তবে, এই পরিস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের যে ছ’টি ভেন্যুতে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, সেখানে বাড়তি নজরদারি চালানো হবে ৷ সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে ৷
ত্রিনিদাদ, বার্বাডোজ, গুয়েনা-সহ সকল দ্বীপ রাষ্ট্রগুলি তাদের ইন্টেলিজেন্স বিভাগকে সক্রিয় করেছে ৷ 6টি দ্বীপ রাষ্ট্রের ইন্টেলিজেন্স বিভাগ যৌথভাবে কাজ করছে ৷ 2010 সালে শেষবার কোনও আইসিসি টু্র্নামেন্ট আয়োজিত হয়েছিল ৷ সেটি টি-20 বিশ্বকাপের তৃতীয় সংস্করণ ছিল ৷ তার দীর্ঘ 14 বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৷ সেখানে এই সন্ত্রাসবাদী হামলার হুমকি প্রশাসনকে চিন্তায় ফেলেছে ৷
আরও পড়ুন:
- আসন্ন টি-20 বিশ্বকাপের দূত অলিম্পিক সোনাজয়ী উইসেন বোল্ট
- বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত
- সেরা দল নিয়ে টি-20 বিশ্বকাপে ভারত, আগরকর-রোহিতের বাছাইকে সমর্থন সৌরভের