কলকাতা, 15 ডিসেম্বর: মরশুমের শীতলতম দিনে দৌড়ল কলকাতা । টাটা স্টিল ওয়ার্ল্ড 25কে কলকাতা ম্যারাথন । তাতে অংশ নিতে দৌড়বাজদের ভিড় তিলোত্তমার রাস্তায় । পেশাদার ম্যারাথনাররা রয়েছেন । রয়েছেন স্বাস্থ্য সচেতন মানুষ যারা এই কলকাতা ম্যারাথনে অংশ নেওয়াকে রবিবাসরীয় আনন্দ বলে মনে করেন । ফলে বেলাশেষের অগ্রহায়ণে কলকাতা ম্যারাথন ঘিরে ভোর থেকে উত্তপ্ত শহর ।
গত দু’বছরের চ্যাম্পিয়ন ড্যানিয়েল এবেনিও এবং সুতুমে কেবেডে ছিলেন এই বছরের ম্যারাথনের আকর্ষণ । গতবছর কেনিয়ার ড্যানিয়েল পুরুষ বিভাগে জয়ী হয়েছিলেন । ইথিওপিয়ার কেবেডে চ্যাম্পিয়ন মহিলা বিভাগে । খেতাব ধরে রাখতে পারলেন না ড্যানিয়ল এবেনিও । তিনি পরাজিত স্টিফেন কিসার কাছে । পুরো দৌড়ের বেশিরভাগ সময় পিছিয়ে থাকলেও শেষ ল্যাপে স্টিফেন কিসা বাজি মারলেন । সময় নিয়েছেন এক ঘণ্টা 12 মিনিট 29 সেকেন্ড ।
এবেনিও না-পারলেও খেতাব ধরে রাখলেন সুতুমে কেবেডে । এবারও তিনি চ্যাম্পিয়ন । দেসি জিসা, ভিওলা চ্যাম্পেঙ্গেদের পেছনে ফেলে কেবেডে প্রথম হয়েছেন 1 ঘণ্টা 19 মিনিট 17 সেকেন্ডে । ভারতীয়দের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন গুলভির সিং । সময় নিয়েছেন 1 ঘণ্টা 14 মিনিট 6 সেকেন্ড । দ্বিতীয় হয়েছেন সওয়ান বারওয়াল । ভারতীয় মেয়েদের মধ্যে প্রথম সঞ্জীবনী যাদব । সময় নিয়েছেন 1 ঘণ্টা 29 মিনিট 8 সেকেন্ড । দ্বিতীয় বাংলার লিলি দাস । সময় নিয়েছেন 1 ঘণ্টা 30 মিনিট 58 সেকেন্ড ।
টাটা স্টিল ওয়ার্ল্ড 25কে কলকাতা । কার্যত কলকাতার ম্যারাথন হিসেবে পরিচিত এই দৌড় । এবারের প্রধান অতিথি প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার সল ক্যাম্পবেল । ভোর সাড়ে পাঁচটায় শুরু হয় ম্যারাথন । 6000 লোক দৌড়লেন 10 কিলোমিটারে । সাড়ে ছটায় শুরু হয় 25 কিলোমিটার দৌড় । উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, সুজিত বোসরা ৷ ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও । রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা ম্যারাথনের বিপুল সাড়ায় উচ্ছ্বসিত । পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, জানুয়ারির মাসের শেষে কলকাতা পুলিশ ম্যারাথনের আয়োজন করবে ।