লখনউ, 11 অক্টোবর: শারদীয়ার মাঝেই শুক্রবার রঞ্জি ট্রফিতে অভিযান শুরু করল বাংলা ৷ লখনউয়ের একানা স্টেডিয়ামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথমদিন শতরান এল ওপেনার সুদীপ চট্টোপাধ্য়ায়ের ব্য়াটে ৷ শতরান থেকে 10 রান দূরে থামলেন সুদীপ ঘরামি ৷ দুই সুদীপের ভালো ব্য়াটিং সত্ত্বেও প্রথমদিনের শেষে চাপে বাংলা ৷ দিনের শেষ তাদের রান সাত উইকেট হারিয়ে 269 ৷
অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৷ চলতি ঘরোয়া মরশুমের শুরুতে টানা তিন শতরান হাঁকানো বাংলা ওপেনার অভিমন্যু ঈশ্বরণের দিকে নজর ছিল এদিন ৷ সম্প্রতি ব্য়াট হাতে তুখোড় ফর্মে থাকা ক্রিকেটারকে আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে দেখছেন অনেকে ৷ তার আগে রঞ্জিতে ব্যাট হাতে রান করা জরুরি ঈশ্বরণের জন্য ৷ কিন্তু উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র 5 রানে যশ দয়ালের শিকার হন তিনি ৷