পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শতরানে জমকালো প্রত্যাবর্তন সুদীপের, তবু প্রথমদিনের শেষে চাপে বাংলা

ঋদ্ধিমান শূন্যে ফিরলেও শতরানে বাংলার হয়ে প্রত্যাবর্তন স্মরণীয় রাখলেন সুদীপ চট্টোপাধ্য়ায় ৷ তবে দিনের শেষ সেশনে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপ বাড়ল বাংলার ৷

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

Updated : 4 hours ago

SUDIP CHATTERJEE HITS CENTURY
প্রত্যাবর্তনে শতরান সুদীপের (TWITTER SCREENGRAB)

লখনউ, 11 অক্টোবর: শারদীয়ার মাঝেই শুক্রবার রঞ্জি ট্রফিতে অভিযান শুরু করল বাংলা ৷ লখনউয়ের একানা স্টেডিয়ামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথমদিন শতরান এল ওপেনার সুদীপ চট্টোপাধ্য়ায়ের ব্য়াটে ৷ শতরান থেকে 10 রান দূরে থামলেন সুদীপ ঘরামি ৷ দুই সুদীপের ভালো ব্য়াটিং সত্ত্বেও প্রথমদিনের শেষে চাপে বাংলা ৷ দিনের শেষ তাদের রান সাত উইকেট হারিয়ে 269 ৷

অটল বিহারী বাজপেয়ীর নামাঙ্কিত স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৷ চলতি ঘরোয়া মরশুমের শুরুতে টানা তিন শতরান হাঁকানো বাংলা ওপেনার অভিমন্যু ঈশ্বরণের দিকে নজর ছিল এদিন ৷ সম্প্রতি ব্য়াট হাতে তুখোড় ফর্মে থাকা ক্রিকেটারকে আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে দেখছেন অনেকে ৷ তার আগে রঞ্জিতে ব্যাট হাতে রান করা জরুরি ঈশ্বরণের জন্য ৷ কিন্তু উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র 5 রানে যশ দয়ালের শিকার হন তিনি ৷

বরং, প্রত্য়াবর্তনে আলো কাড়লেন সুদীপ চট্টোপাধ্য়ায় ৷ গত দু'টি মরশুম ত্রিপুরার হয়ে খেলা ব্যাটার বাংলার হয়ে রঞ্জি প্রত্য়াবর্তন স্মরণীয় রাখলেন ঝকঝকে শতরানে ৷ দ্বিতীয় উইকেটে সুদীপ ঘরামির সঙ্গে তাঁর 198 রানের পার্টনারশিপে জাঁকিয়ে বসেছিল বাংলা ৷ কিন্তু তৃতীয় সেশনে 90 রানে ঘরামি আউট হতেই দ্রুত ছয় উইকেট হারিয়ে দিনের শেষে চাপে বাংলা ৷ চা-পানের বিরতির আগেই এদিন শতরান পূর্ণ করে ফেলেন সুদীপ চট্টোপাধ্য়ায় ৷

তৃতীয় সেশনের শুরুতে সুদীপ ঘরামি আউট হওয়ার পর আর চওড়া হয়নি কারও ব্য়াট ৷ অধিনায়ক অনুষ্টুপ করেন 1 রান, অভিষেক পোড়েল (2) ফেরেন রান-আউট হয়ে ৷ প্রত্য়াবর্তনে ঋদ্ধিমান সাহা করেন শূন্য় রান ৷ শতরান পূর্ণ করার পর লম্বা হয়নি সুদীপের ইনিংসও ৷ 227 বলে 116 রানে আউট হন তিনি ৷ মারেন 9টি চার, একটি ছয় ৷ ক্রিজে 26 রানে অপরাজিত শাহবাজ আহমেদ, সঙ্গী সূরজ সিন্ধু জয়সওয়াল (0) ৷

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details