পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

ETV Bharat / sports

ভেন্যু বদলে প্রয়াত জয়ন্ত পুশিলালের নামেই এবছর রাজ্য টেবিল টেনিস - STATE TT CHAMPIONSHIP

STATE TT CHAMPIONSHIP: চলতি মাসেই প্রয়াত হয়েছেন দ্রোণাচার্য জয়ন্ত পুশিলাল ৷ ভেন্যু বদলে গেলেও তাই তাঁর নামে রাজ্য টেবিল টেনিস চ্য়াম্পিয়নশিপ কিংবদন্তি কোচের নামে করার সিদ্ধান্ত নিল বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

কলকাতা, 28 সেপ্টেম্বর: সদ্য প্রয়াত হয়েছেন 'দ্রোণাচার্য' জয়ন্ত পুশিলাল ৷ আর তাঁর নামেই এবছর রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করার সিদ্ধান্ত নিল বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন। শনিবার ময়দানের সেন্ট্রাল এক্সাইজ তাঁবুতে সদ্য প্রয়াত কোচের স্মরণসভা আয়োজন করেছিল রাজ্য টেবিল টেনিস সংস্থা । সেখানেই এবছরের রাজ্য চ্যাম্পিয়নশিপ কিংবদন্তি কোচের নামে আয়োজনের কথা জানান যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত।

শর্মি সেনগুপ্ত ও বাবুন বন্দ্যোপাদ্য়ায়ের বক্তব্য় (ETV Bharat)

আগামী 4-12 নভেম্বর বড়বাজার যুবক সংঘ ক্লাবে অনুষ্ঠিত হবে এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপ। এর আগে এই প্রতিযোগিতা ডিসেম্বর মাসে আয়োজিত হওয়ার কথা থাকলেও টেবিল টেনিস ফেডারেশন আঞ্চলিক টেবিল টেনিসের সূচি বদল করায় রাজ্য চ্যাম্পিয়নশিপ এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় রাজ্য টেবিল টেনিস সংস্থা। সাধারণত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন রাজ্য টেবিল টেনিস অ্যাকাডেমিতে হয়ে থাকে এই প্রতিযোগিতা। তবে ভেন্যু বদলে এবছর প্রথমবার বড়বাজারের যুবক সংঘের বোর্ডে রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলেছে। এ ব্যাপারে সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেন, "এইবছর চন্দননগরে রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু সূচি বদলে ডিসেম্বরে করতে হচ্ছে। ওইসময় জগদ্ধাত্রী পুজো চন্দননগরে। তাই কলকাতায় হচ্ছে। যাতায়াতের দিক থেকেও বড়বাজার যুবক সংঘ ভালো জায়গায়।"

তাহলে কি রাজ্য চ্যাম্পিয়নশিপ পাকাপাকিভাবে জয়ন্ত পুশিলালের নামাঙ্কিত হয়ে গেল? যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেন, "এই বছর রাজ্য চ্যাম্পিয়নশিপ জয়ন্ত পুশিলালের নামে হচ্ছে। পরবর্তী সময়ে স্টেজ-থ্রি এবং আরও একটি টুর্নামেন্ট জয়ন্ত পুশিলালের স্মৃতিতে করার পরিকল্পনা রয়েছে। এই ব্যাপারে উত্তরবঙ্গ ইউনিটের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

বেঙ্গল স্টেট টেবিল টেনিস সংস্থার সভাপতি স্বপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, "জয়ন্ত দা'র মত মানুষ বিরল। আমি ফোন করলে যে কোনও ব্যাপারে সাহায্য করতেন। টেবিল টেনিসের তিনটি ইউনিটকে এক মঞ্চে নিয়ে আসার ব্যাপারে ওনার ভূমিকা ছিল। যা সুভাষ চক্রবর্তী, সোমনাথ চট্টোপাধ্যায়, মদন মিত্র, অরূপ বিশ্বাসরা করতে পারেননি। কিন্তু আমাদের টেবিল টেনিস পরিবার করার পিছনে ছিলেন জয়ন্ত পুশিলাল।"

ABOUT THE AUTHOR

...view details