কলম্বো, 4 অগস্ট: প্রথম ওভারের প্রথম বলেই শ্রীলঙ্কার ওপেনার পথুম নিসাঙ্কার উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ যেন গতবছরের এশিয়া কাপের স্মৃতি ফিরিয়ে আনার মুডে ছিলেন ভারতীয় পেসার ৷ কিন্তু, ভারতের পেস ব্যাটারির জ্বলে ওঠা সেখানেই শেষ ৷ দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে ফের একবার নিজেদের ধার দেখাল ভারতের তরুণ স্পিন ব্রিগেড ৷ তবে, তা সত্ত্বেও শ্রীলঙ্কাকে 50 ওভারে 240 রান করা থেকে আটকাতে পারল না ভারত ৷
এদিন টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ শুরুতেই ওপেনার নিসাঙ্কার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কাবাহিনী ৷ তবে, দ্বিতীয় উইকেটে 74 রানের লড়াকু পার্টনারশিপে শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনেন আভিষ্কা ফার্নান্দো (40) এবং কুশল মেন্ডিস (30) ৷ তবে, দু’জনকেই প্যাভিলিয়নে পাঠান ওয়াশিংটন সুন্দর ৷ এরপর একে একে সাদিরা সমরবিক্রমা (14), আসালঙ্কা (25) এবং জনিথ লিয়েনানগে (12) আউট হতেই চাপে পড়ে যায় দ্বীপরাষ্ট্রের দলটি ৷