গল, 23 সেপ্টেম্বর: পঞ্চমদিন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র দু'টি উইকেট ৷ নিউজিল্য়ান্ডের প্রয়োজন ছিল 68 রান ৷ অ্যাডভান্টেজ পরিস্থিতি থেকে ম্য়াচ হাতছাড়া করেনি দ্বীপরাষ্ট্র ৷ নিউজিল্যান্ডকে 63 রানে হারিয়ে ঘরের মাঠে দু'ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্য়বধানে এগিয়ে গিয়েছে ধনঞ্জয় ডি'সিলভা অ্যান্ড কোম্পানি ৷ শেষদিন খেলা হল মাত্র 3.4 ওভার ৷ আর গল টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপেও উন্নতি হল শ্রীলঙ্কার ৷ প্রথম টেস্ট জয়ের পর আপাতত পয়েন্ট তালিকায় তিনে তাঁরা ৷
এদিকে ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে চতুর্থ স্থানে নেমে গেল নিউজিল্যান্ড ৷ ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু আগে ডব্লিউটিসি পয়েন্ট তালিকায় ছ'য়ে ছিল দ্বীপরাষ্ট্র ৷ প্রথম চারে ছিল যথাক্রমে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্য়ান্ড ও বাংলাদেশ ৷ কিন্তু রবিবার চেন্নাই টেস্টে ভারতের কাছে 280 রানে হেরে পয়েন্ট তালিকায় ছয়ে নেমে যায় বাংলাদেশ ৷ চারে উঠে আসে শ্রীলঙ্কা ৷ সেইসঙ্গে নিউজিল্যান্ডকে হারিয়ে তিনে উঠে আসার সম্ভাবনা তৈরি হয় তাঁদের ৷