আবুধাবি, 8 অক্টোবর: অবসর ভেঙে ফিল্ডিংয়ে নেমে পড়লেন দলের কোচ ৷ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার বিরল ঘটনার সাক্ষী রইল আয়ারল্য়ান্ড বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান-ডে ৷ আবুধাবির প্রচণ্ড গরমে ক্লান্ত দলের ক্রিকেটাররা যখন ফিল্ডিংয়ে অপারগ, তখন ফিল্ডিংয়ে নেমে পড়লেন দলের ব্য়াটিং কোচ জিন পল ডুমিনি ৷ শুধু ফিল্ডিংই করলেন না, দুরন্ত সেভে খেলোয়াড়জীবনের কথা অনুরাগীদের মনে করালেন প্রাক্তন বাঁ-হাতি অলরাউন্ডার ৷
326টি আন্তর্জাতিক ম্যাচে 155টি ক্য়াচ নেওয়া ডুমিনি তাঁর সময়ের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন ক্রিকেটবিশ্বে ৷ 2019 আন্তর্জাতিক কেরিয়ার থেকে অবসর নিয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার ৷ দেশের জার্সিতে 199টি ওয়ান-ডে খেলা ডুমিনিকে গতবছর সাদা বলের ক্রিকেটে ব্য়াটিং কোচ হিসেবে নিযুক্ত করে সেদেশের ক্রিকেট বোর্ড ৷ আর সোমবার কোচ হয়েও পরিবর্ত হিসেবে ফিল্ডিংয়ে নেমে পড়লেন তিনি ৷ আইরিশদের ইনিংসের অন্তিম ওভারে একটি দুরন্ত সেভও করেন তিনি ৷ যে ভিডিয়ো ভাইরাল হয়েছে ইন্টারনেটে ৷