কলকাতা, 22 ফেব্রুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবাসরীয় মহারণে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান ৷ বাইশ গজের 'ক্ল্যাশ অব টাইটানস' ঘিরে উত্তাপে গা সেঁকছেন ক্রিকেট অনুরাগীরা ৷ মহা দ্বৈরথ ঘিরে নানা মুনির নানা মত ৷ রোহিত বনাম রিজওয়ান ব্রিগেডের লড়াইয়ের উত্তাপ থেকে নিজেকে দূরে রাখতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ শুক্রবার মহানগরে একটি ইভেন্টে যোগদান করে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে তাঁর মতামত জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ যাঁর ঝুলিতে রয়েছে টুর্নামেন্টে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির ৷
রবিবাসরীয় দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্য়াচে রোহিতের দলকে তো ফেভারিট বাছলেনই, একইসঙ্গে ভারতের প্রথম একাদশও বেছে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্ট ওপেনারে মহম্মদ শামির ফাইফারে মুগ্ধ মহারাজ জানালেন, তিনি ডানহাতি পেসারের এই পারফরম্যান্সে এতটুকু অবাক হননি ৷ পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাদশে কোনও বদলের প্রয়োজন আছে বলেও মনে করেন না 2002 ভারতকে চ্য়াম্পিয়ন্স ট্রফি এনে দেওয়া (যুগ্মভাবে) অধিনায়ক ৷