পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ছাঁটা হচ্ছে গম্ভীরের ডানা, চ্য়াম্পিয়ন্স ট্রফিতে নয়া ব্যাটিং কোচ ভারতীয় দলের - TEAM INDIA NEW BATTING COACH

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নয়া ব্য়াটিং কোচ নিয়োগ হতে চলেছে ভারতীয় দলে ৷ কে হচ্ছেন গম্ভীরের সহকারি?

SITANSHU KOTAK
সীতাংশু কোটাক (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Jan 17, 2025, 10:44 PM IST

মুম্বই, 17 জানুয়ারি:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জনে ব্য়র্থ হওয়ার পর গৌতম গম্ভীরের ডানা ছাঁটার প্রক্রিয়া শুরু করল বোর্ড ৷ বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের সার্বিক ব্য়াটিং ব্য়র্থতার পর আতস কাচের তলায় সহকারি কোচ অভিষেক নায়ারের পারফরম্য়ান্স ৷ তাই ঘরের মাঠে আসন্ন ইংল্য়ান্ড সিরিজের আগে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সীতাংশু কোটাককে ব্য়াটিং কোচ হিসেবে নিয়োগ করতে চলেছে বিসিসিআই ৷

গম্ভীরের প্রিয়পাত্রকে সরিয়ে কোটাককে নয়া ব্যাটিং কোচ হিসেবে অন্তর্ভুক্তির ঘোষণা বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে এখনও হয়নি ৷ তবে বিশেষ সূত্র ইটিভি ভারতকে বলেছে, "তাঁকে (সীতাংশ কোটাক) ইংল্য়ান্ডের বিরুদ্ধে আসন্ন সাদা-বলের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে ৷ কারণ সহকারি কোচ অভিষেক নায়ারের কাজ নিয়ে খুব একটা খুশি নয় বোর্ড ৷"

প্রথম শ্রেণির ক্রিকেটে সীতাংশু কোটাকের প্রায় দু'দশকের কেরিয়ার যথেষ্ট বর্ণময় ৷ ভারতীয়-এ দলের ব্য়াটিং কোচ হিসেবে বিভিন্ন সফরে সঙ্গী হওয়া প্রাক্তন সৌরাষ্ট্র ব্যাটার 2019 থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির হয়ে কাজ করছেন ৷ সম্প্রতি নয়া সচিবের উপস্থিতিতে বিসিসিআই'য়ের পর্যালোচনা বৈঠকেই সীতাংশু কোটাককে ব্য়াটিং কোচ করার ব্য়াপারে সিদ্ধান্ত গৃহিত হয় বলে খবর ৷ যদিও এ ব্য়াপারে হবু কোচের সঙ্গে ইটিভি ভারত যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি ৷

আগামী 22 জানুয়ারি থেকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সাদা-বলের সিরিজে অভিযান শুরু করবে ভারত ৷ শনিবার প্রথম টি-20 ম্যাচ খেলতে কলকাতা পৌঁছে যাবে দল ৷ পাশাপাশি শনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণা করবে বিসিসিআই ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details