কলকাতা, 16 জুন: অঙ্কুর পালের ঝোড়ো হাফ সেঞ্চুরি এবং সুরজ জয়সওয়ালের আগুনে বোলিংয়ে ভর করে জয়ে ফিরল শিলিগুড়ি স্ট্রাইকার্স ৷ শনিবার ইডেনে প্রতিপক্ষ রাঢ় টাইগার্সকে 8 উইকেটে হারাল ঋত্বিক রায়চৌধুরীর দল ৷ প্রথমে ব্যাট করতে নেমে শাহবাজ আহমেদের রাঢ় টাইগার্স 7 উইকেট হারিয়ে 123 রান তোলে ৷ অরিন্দম ঘোষ 45 বলে 40 এবং সুমন্ত্র গুপ্ত 19 বলে 27 রান করেন ৷ সূরজ জয়সওয়াল এবং বিশাল ভাট্টি 2টি করে উইকেট নেন ৷
জবাবে ব্যাট করতে নেমে শিলিগুড়ি স্ট্রাইকার্স 15.2 ওভারে 2 উইকেট হারিয়ে 127 তুলে সহজেই ম্যাচ জিতে নেয় ৷ অঙ্কুর পাল 43 বলে 62 রান এবং শান্তনু 18 বলে 28 রান করে শিলিগুড়ির জয়ে বড় ভূমিকা নেন ৷ ম্যাচের সেরা হয়েছেন অঙ্কুর পাল ৷ দিনের অন্য ম্যাচে অধিনায়ক সুদীপ ঘরামির অপরাজিত 51 রান এবং সৈয়দ ইরফান আফতাবের 17 রানের 4 উইকেটের সৌজন্যে মুর্শিদাবাদ কিংস 8 উইকেটে হারাল হারবার ডায়মন্ডসকে ৷ সুদীপ ঘরামির 51 রান ছাড়া মুর্শিদাবাদের হয়ে বড় রান পান শুভম দে (33 রান অপরাজিত) ৷
একইভাবে আফতাবের 4 উইকেটের পাশাপাশি আঁটোসাটো বোলিং করতে দেখা যায় মুর্শিদাবাদের নীতিন ভার্মাকে ৷ 25 রান দিয়ে 2 উইকেট নেন তিনি ৷ জয়ের জন্য 122 রানের লক্ষ্যে মুর্শিদাবাদের শুরুটা অবশ্য ভালো হয়নি ৷ দ্রুত 2টি উইকেট পড়ে গিয়েছিল তাদের ৷ কিন্তু, সুদীপ ঘরামি এবং শুভম দে 70 রানের পার্টনারশিপ মুর্শিদাবাদকে লক্ষ্যে পৌঁছে দেয় ৷ প্রথমে ব্যাট করতে নেমে মুর্শিদাবাদ দলের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হারবার ডায়মন্ডস শুরু থেকেই নড়বড়ে ছিল ৷ 20 ওভারের খেলায় তারা 9 উইকেটে মাত্র 121 রান তোলে ৷ অধিনায়ক মনোজ তিওয়ারি সর্বোচ্চ 27 রান করেন ৷
ভেজা ফ্লোরিডার মাঠ, বৃষ্টিতে পণ্ড ভারত-কানাডা ম্যাচ
বেঙ্গল প্রো টি-20 লিগে মেয়েদের ম্যাচে অধিনায়ক ধারা গুজ্জারের 60 রানের দৌলতে হাওড়া ওয়ারিয়ার্স 7 উইকেটে মেদিনীপুর উইজার্ডসকে হারিয়েছে ৷ অন্য ম্যাচে কলকাতা টাইগার্স 69 রানে স্ম্যাশার্স মালদার বিরুদ্ধে জয় পেয়েছে ৷ প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা টাইগার্স 6 উইকেটে 128 রান তোলে ৷ হাওড়ার তিথি দাস দু’টি, অনন্যা হালদার 3টি এবং অরুণা বর্মণ একটি উইকেট নেন ৷ জবাবে ব্যাট করতে নেমে স্ম্যাশার্স মালদা 14.5 ওভারে মাত্র 59 রানে অলআউট হয়ে যায় ৷