আমেদাবাদ, 12 ফেব্রুয়ারি: নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (পূর্বতন মোতেরা) সঙ্গে তাঁর সখ্যতা ক্রিকেটপ্রেমীদের অজানা নয় ৷ তবে টেস্ট এবং টি-20'তে শতরান থাকলেও এই স্টেডিয়ামে ওডিআই শতরান ছিল না শুভমন গিলের ৷ বুধবার সেই ঘাটতিও পূরণ করে ফেললেন গুজরাত টাইটান্সের অধিনায়ক ৷ একইসঙ্গে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একটি ভেন্যুতে তিন ফরম্যাটে সেঞ্চুরির নজির গড়লেন পঞ্জাব ব্য়াটার ৷ সার্বিকভাবে তালিকায় পঞ্চম ব্যাটার হলেন তিনি ৷ আর গিলের ব্য়াটেই আমেদাবাদে ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ম্য়াচে রানের পাহাড়ে চড়ল ভারত ৷ প্রথমে ব্য়াট করে 50 ওভারে 356 রান তুলল টিম ইন্ডিয়া ৷
অর্ধশতরান এল বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের ব্যাটেও ৷ তবে চ্য়াম্পিয়ন্স ট্রফির আগে রোহিতের নয়া ডেপুটির ফর্ম বোধহয় ভারতীয় ম্য়ানেজমেন্টের কাছে সবচেয়ে স্বস্তির ৷ গত ম্য়াচে ঝোড়ো শতরানের পর আমেদাবাদে মাত্র এক রানে ফিরলেন 'হিটম্যান' ৷ তবে ভরসা দিলেন সহঅধিনায়ক ৷ প্রথম ম্য়াচে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল শতরান (87) ৷ দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করে 60 রানে ফিরেছিলেন তিনি ৷ এদিন ব্য়াট হাতে ফর্ম জারি রেখে রান তিন অঙ্কে নিয়ে গেলেন পঞ্জাব ব্যাটার ৷ গিল ও কোহলির দ্বিতীয় উইকেটে যোগ হয় 116 রান ৷ অর্ধশতরান করে কোহলির ইনিংস (52) লম্বা না-হলেও 95 বলে কেরিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেন গিল ৷
তৃতীয় উইকেটে শ্রেয়স আইয়ারের সঙ্গে 104 রান যোগ করে ব্যক্তিগত 112 রানে আউট হন তিনি ৷ 102 বলে গিলের ইনিংসে ছিল 14টি চার ও তিনটি ছক্কা ৷ 64 বলে শ্রেয়সের ব্য়াটেও আসে ঝোড়ো 78 রান ৷ প্রথম দু'ম্য়াচে রান না-পাওয়া কেএল রাহুল এদিন পাঁচে নেমে করলেন 40 রান ৷ 29 বলে তাঁর এই ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত ৷ হার্দিক পান্ডিয়া দু'টি ছক্কা হাঁকিয়ে আউট হলেন 17 রানে ৷ শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে 50 ওভারে অলআউট হয়ে যায় ভারতীয় দল ৷ স্কোরবোর্ডে ওঠে 356 রান ৷