প্য়ারিস, 10 অগস্ট: রাউন্ড অফ 16-র লড়াইয়ে তাঁর ঘুষিতে নাক ভেঙেছিল ইতালিয়ান প্রতিদ্বন্দ্বীর ৷ আর তারপর থেকেই প্য়ারিস গেমসে খবরের শিরোনামে মহিলা বক্সার ইমানে খেলিফ ৷ আলজিরিয়ার বক্সারের ঘুষিতে এতটাই জোর যে, ইতালির অ্য়াঞ্জেলা ক্যারিনি তাঁর বিরুদ্ধে অভিযোগে জানান; খেলিফ আসলে পুরুষ ৷ সে নাকি লিঙ্গ পরিচয় লুকিয়ে অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে ৷ তারপর থেকেই আলজিরিয়ান বক্সারের লিঙ্গ পরিচয় নিয়ে কাটাছেঁড়া চলে বিশ্বজুড়ে ৷ তবে নিন্দুকদের চুপ করিয়ে প্য়ারিসে মহিলাদের ওয়েল্টারওয়েট বিভাগে সোনা উঠল খেলিফের গলাতেই ৷
শুক্রবার চিনের ইয়াং লিউ'কে 5-0 ব্য়বধানে পরাস্ত করলেন খেলিফ ৷ সেইসঙ্গে দেশের প্রথম বক্সার হিসেবে আলজিরিয়াকে সোনা দিয়ে নামও তুুলে ফেললেন ইতিহাসে ৷ আর সোনা জিতে তাঁর লিঙ্গ বিতর্ক ইস্যুতেও মুখ খুললেন খেলিফ ৷ সোনা জিতে খেলিফ বলেন, "গত আট বছর ধরে এই স্বপ্নটাকে আঁকড়েই বেঁচেছি আমি ৷ এখন আমি অলিম্পিক্স চ্যাম্পিয়ন ৷ নিন্দুকদের সমালোচনার জন্য আজ আমার এই সাফল্যের স্বাদ আরেকটু স্পেশাল ৷"