হায়দরাবাদ, 4 ডিসেম্বর: মঙ্গলবার জিম্বাবোয়েকে 57 রানে বান্ডিল করে দিয়েছে পাকিস্তান ৷ তারপর আজ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করল পড়শি দেশ ৷ 10 ডিসেম্বর ডারবানে টি-20 ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে ৷ 17 ডিসেম্বর পারলে প্রথম ওডিআই ম্যাচ ৷ শেষে 26 ডিসেম্বর এবং 3 জানুয়ারি সেঞ্চুরিয়ন এবং কেপটাউনে দু’টি ম্যাচ খেলবে ।
পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েছেন ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি ৷ ইংল্যান্ডের বিপক্ষে শেষ দু’টি টেস্ট ম্যাচেও খেলেননি শাহিদ আফ্রিদির জামাতা ৷ যদিও সাদা বলের ক্রিকেটে দলে রয়েছেন শাহিন । টেস্ট ও ওডিআই দলে জায়গা পেয়েছেন নাসিম শাহ । কোনও দলেই রাখা হয়নি ফখর জামানকে । তিন ফরম্যাটেই খেলতে দেখা যাবে বাবর আজমকে ।
তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন ফাস্ট বোলার মহম্মদ আব্বাস ৷ শেষবার 2021 সালের অগস্টে জামাইকায় খেলেছিলেন তিনি । 25 টেস্টে 90টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে । গত মাসে শ্রীলঙ্কা এ’র বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে 15 উইকেট নেওয়া পেসার খুররম শাহজাদকেও টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ।