পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পরিকল্পনা সাজানোর মধ্যেই লুকিয়ে সাফল্যের রহস্য, বিশ্বকাপের পিচ বিতর্কে মত পাতিলের - T20 WC Pitch Controversy

Sandeep Patil on WC Pitch Controversy: পরিকল্পনার সাজানোর মধ্যেই সাফল্যের রহস্য লুকিয়ে থাকে ৷ চলতি টি-20 বিশ্বকাপে পিচ বিতর্কে পালটা অংশগ্রহণকারী দলগুলিকে নিশানা করলেন সন্দীপ পাতিল ৷

ETV BHARAT
বেঙ্গল প্রো টি-20 লিগে রাঢ় টাইগার্সের পরামর্শদাতা সন্দীপ পাতিল ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 10:41 PM IST

কলকাতা, 11 জুন: টি-20 বিশ্বকাপে নিউইয়র্কের পিচ নিয়ে বিতর্ক জারি রয়েছে ৷ এই বিষয়ে সরাসরি সমালোচনা না-করলেও, বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলিকে ঘুরিয়ে একহাত নিলেন 83’র বিশ্বকাপ দলের সদস্য সন্দীপ পাতিল ৷ তাঁর কথায়, "পিচের চরিত্র দুই দলের কাছেই সমান হয়। পিচের চরিত্র বুঝে পরিকল্পনা সাজানোর মধ্যেই সাফল্যের রহস্য লুকিয়ে থাকে ৷" নিজের দাবির স্বপক্ষে তিরাশির ফাইনালের উদাহরণ দিলেন বেঙ্গল প্রো টি-20 লিগে রাঢ় টাইগার্সের পরামর্শদাতা ৷

বেঙ্গল প্রো টি-20 লিগে রাঢ় টাইগার্সের পরামর্শদাতা সন্দীপ পাতিল ৷ (ইটিভি ভারত)

সন্দীপ পাতিল বলেন, "পিচের চরিত্র দুই দলের কাছেই সমান হয় ৷ কম রানের স্কোর করেও ম্যাচ জেতার নজির তিরাশির ফাইনালে রয়েছে ৷ পিচের চরিত্র বুঝে পরিকল্পনা সাজানোর মধ্যেই সাফল্যের রহস্য লুকিয়ে থাকে ৷" অর্থাৎ, পিচ যেমনই হোক, তার চরিত্র বুঝে পরিকল্পনা সাজানোটাই আসল বলে মনে করছেন তিনি ৷ এমনকি নিজের খেলার ধরন নিয়েও বলতে শোনা গেল তাঁকে ৷ পাতিলের কথায়, "আমি সবসময়ই টি-20 মেজাজে ক্রিকেট খেলেছি ৷ সে টেস্ট ম্যাচ হোক বা একদিনের ক্রিকেট ৷ আমাদের সময়ে কোচেরা সোজা ব্যাটে খেলতে বলতেন ৷ এখন আড়া খেলতে বলে ৷"

মঙ্গলবার বেঙ্গল প্রো টি-20 লিগে রাঢ় টাইগার্সের জার্সি উদ্বোধন ছিল ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের মার্কি ক্রিকেটার শাহবাজ আহমেদ, টেকনিক্যাল ডিরেক্টর অশোক দিন্দা ৷ চলতি বিশ্বকাপে জসপ্রীত বুমরার বোলিংয়ের প্রশংসাও করলেন দিন্দা ৷ তাঁর মতে, বুমরা সব অর্থেই অসাধারণ ৷ মঙ্গলবার নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার কথা জানালেন শাহবাজ আহমেদ ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ আব্দুল মুনায়েম। মেয়েদের দলে তিতাস সাধু থাকলেও চোটের জন্য চলতি বেঙ্গল প্রো টি-20 লিগে খেলছেন না ৷

ABOUT THE AUTHOR

...view details