রাজকোট, 15 ফেব্রুয়ারি:রাজকোট টেস্ট খান পরিবারের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থেকে যাবে ৷ কেএল রাহুল চোটের কারণে খেলতে না-পারায় তাঁর জায়গাতেই মুম্বইয়ের তারকা ব্যাটার সুযোগ পেলেন ভারত-ইংল্যান্ড পাঁচ টেস্ট ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে। আর তাতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন সরফরাজের বাবা নওশাদ খান ৷ ছেলের টেস্ট ক্যাপ হাতে নিয়ে চুম্বনও করেন ৷
ঘরোয়া রানমেশিন সরফরাজ খান ৷ গত কয়েক বছর ধরেই সরফরাজ জাতীয় দলে সুযোগের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ৷ ইংল্যান্ডের সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে থাকলেও একাদশে জায়গা হয়নি। বরং রজত পাতিদারের সরফরাজের আগে অভিষেক হয় ৷ আর এইসব কিছু দূরে সরিয়ে দিল আজকের দিনটা ৷ ভারতীয় জার্সিতে যে সরফরাজের অভিষেক হতে চলেছে তা আগেই বোঝা গিয়েছিল। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এই তরুণ ব্যাটার বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছেন ৷ ঘরোয়া ক্রিকেটে 26 বছর বয়সি সরফরাজ খানের ব্যাটিং বিশেষজ্ঞদের নজর কেড়েছিল আগেই ৷
টেস্টে ডাক পাওয়ার পর সরফরাজ বিসিসিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "পুরোটাই ধৈর্য্যের পরীক্ষা। টেস্ট ক্রিকেট খেলতে হলে ধৈর্য্য ধরতে হবে। জাতীয় দলের জায়গা পাওয়ার জন্য অপেক্ষা তারপর সুযোগ পাওয়া ৷ আমার খুব আনন্দ হচ্ছে ৷ বাবা সবসময় আমাকে বলতেন, পরিশ্রম করে যাও, ফল মিলবেই। নিজের ওপর বিশ্বাস আর ধৈর্য্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমার থেকেও বেশি বাবার জন্য আনন্দ হচ্ছে। এত বড় একটা দেশ থেকে জাতীয় দলে সুযোগ পাওয়াটা গর্বের বিষয়।"
তাঁর বাবার আজ যে কী আনন্দ তা ছেলে প্রথম একাদশে সুযোগ পেতেই দেখা গিয়েছে ৷ ছেলেকে বুকে জড়িয়ে ধরেছেন ৷ বাবার চোখে জল দেখে সরফরাজ তা মুছিয়ে দেন ৷ প্রাক্তন তারকা ক্রিকেটার অনিল কুম্বলে টেস্ট ক্যাপ সরফরাজের হাতে তুলে দেন ৷ পরে তা বাবার হাতে দেন সরফরাজ ৷ ছেলের টেস্ট ক্যাপ হাতে নিয়ে চুম্বন করেন তিনি ৷ তবে এদিন নওশাদ খানের পরনে একটি কালো রংয়ের আপার ৷ যাতে লেখা, 'ক্রিকেট হল (জেন্টলসম্যান শব্দটি কাটা) সকলের খেলা' ৷ শ্রেয়স আইয়ার বাদ পড়েছে আগেই। রাহুল খেলতে পারবেন না জানতে পারার পরে রাজকোটে সরফরাজের টেস্ট অভিষেক প্রায় নিশ্চিত ছিল।
আরও পড়ুন:
- রাজকোটে টস জিতে ব্যাটিং ভারতের, জোড়া টেস্ট অভিষেক টিম ইন্ডিয়ার
- টি-20 বিশ্বকাপে অধিনায়ক কে? দল গঠনের আগে জানিয়ে দিল বোর্ড
- দুই না তিন, রাজকোটে অভিষেক ক'জনের? প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা ভারতীয় ড্রেসিংরুমে