বেঙ্গালুরু, 19 অক্টোবর: শুভমন গিলের চোটের কারণে শেষ মুহূর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ৷ আর সেই সুযোগকে দু’হাতে লুফে নিলেন সরফরাজ খান ৷ বেঙ্গুলুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন তিনি ৷ টেস্ট কেরিয়ারে এটাই প্রথম সেঞ্চুরি এই মুম্বইকরের ৷ দ্বিতীয় ইনিংসে 356 রানে পিছিয়ে থাকা ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছে তাঁর ইনিংসে ভর করে ৷
চতুর্থ দিনে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে, ভারতের স্কোর ছিল 3 উইকেট হারিয়ে 344 রান ৷ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের থেকে এখনও 12 রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল ৷ তৃতীয় দিনের শেষ বলে বিরাট কোহলি (70) আউট হয়েছিলেন ৷ সরফরাজ 70 রানে অপরাজিত ছিলেন ৷ শনিবার চতুর্থ দিনের সকালে ঋষভ পন্তের সঙ্গে ইনিংস শুরু করেন তিনি ৷ শুরুর দিকে কিছুটা সামলে নিয়ে কিউয়ি পেসারদের বিরুদ্ধে প্রতি আক্রমণে যান সরফরাজ ৷ ব্যস, সেখান থেকেই ঘুরে দাঁড়ায় ভারত ৷ মাত্র 110 বলে সেঞ্চুরি করেন তিনি ৷