মুম্বই, 29 এপ্রিল: আসন্ন টি-20 বিশ্বকাপে স্টাম্পার-ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দ কে হতে চলেছেন? এক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, সব ঠিকঠাক থাকলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনই সম্ভবত আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের প্রথম স্টাম্পার-ব্য়াটার হতে চলেছেন ৷
জনপ্রিয় ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, 2022 সালের পথ দুর্ঘটনার পর চলতি আইপিএলের মধ্যে দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্ত ৷ তাই ব্যাট হাতে ছন্দ খুঁজে পেলেও পন্তকে প্রথম পছন্দ হিসেবে দেখতে নারাজ বোর্ড ৷ এছাড়া দৌড়ে রয়েছে আরও দু'টি নাম কেএল রাহুল এবং ঈশান কিষাণ ৷ তবে অধিনায়ক হিসেবে নজর কাড়ার পাশাপাশি ব্যাট হাতেও স্যামসন টেক্কা দিচ্ছেন বাকিদের ৷ চারটি হাফসেঞ্চুরি-সহ 385 রান করে আপাতত সর্বাধিক রানস্কোরারের তালিকায় চতুর্থস্থানে রাজস্থান অধিনায়ক ৷ সর্বাধিক রানসংগ্রাহকের তালিকায় যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠস্থানে রয়েছেন রাহুল (378) এবং পন্ত (371) ৷
তালিকায় চতুর্থ নামটি ঈশান কিষাণের। ব্যাট হাতে তো চলতি আইপিএলে সফল নন। তাছাড়া বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাদও পড়েছেন ৷ আইপিএলের পারফরম্য়ান্স বিশ্বকাপের দলে ডাক পাওয়ার চূড়ান্ত মাপকাঠি না-হলেও সার্বিক দিক বিবেচনা করে সঞ্জুই হতে চলেছে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম উইকেটরক্ষক ৷ আইপিএল বিশ্বকাপে সুযোগের মাপকাঠি না-হলেও চলতি লিগে ময়াঙ্ক যাদবের গতি এবং নিয়ন্ত্রণ মুগ্ধ করেছে নির্বাচকদের ৷ কিন্তু চোটের জন্য আর বিবেচনায় আসবেন না ময়াঙ্ক ৷