হায়দরাবাদ, 5 অক্টোবর:মহিলাদের টি-20 বিশ্বকাপে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ৷ জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরকে সোশাল মিডিয়ায় বহিষ্কারের দাবি তুললেন নেটিজেনরা ৷ ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচ দক্ষিণ ভারতীয় ৷ আর মঞ্জরেকর নাকি দক্ষিণ ভারতীয় ক্রিকেটারদের সেভাবে খোঁজখবর রাখার প্রয়োজন বোধ করেন ৷ শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে প্রাক্তন ক্রিকেটারের এহেন মন্তব্যে শোরগোল নেটপাড়ায় ৷ মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঞ্জরেকরকে বহিষ্কার করার জন্য সম্প্রচারকারী চ্যানেলের কাছে অনুরোধ করেছেন নেটাগরিকরা ৷
শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে হিন্দিতে ধারাভাষ্য করছিলেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার ৷ ম্যাচে ভারতের ফিল্ডিং আশানরূপ না-হওয়ায় পাতিয়ালা নিবাসী ভারতীয় দলের ফিল্ডিং কোচ মুনিশ বালির প্রসঙ্গ উঠে আসে ধারাভাষ্যকারদের আলোচনায় ৷ তখন মঞ্জরেকর বলেন, "মাফ করবেন ৷ আমি উনাকে ঠিক চিনতে পারলাম না ৷ আসলে উত্তর ভারতের ক্রিকেটারদের আমি বিশেষ খোঁজ রাখি না ৷" কিছুক্ষণের মধ্যেই ধারাভাষ্যকারের এই মন্তব্য ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় ৷ মঞ্জরেকরের প্রাদেশিক মন্তব্য় নিয়ে সোশাল মিডিয়ায় কড়া সমালোচনা হয় ৷