পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর সানিয়ার, শোয়েবকে নতুন জীবনের শুভেচ্ছা টেনিস সুন্দরীর - Shoaib Malik

Sania Mirza Confirms Divorce News: শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের খবর সুনিশ্চিত করলেন সানিয়া মির্জা ৷ সানিয়ার পরিবারের তরফে দেওয়া বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে ৷ উল্লেখ্য, শুক্রবার প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার নিজের তৃতীয় বিয়ের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷

ETV BHARAT Files
ETV BHARAT Files

By PTI

Published : Jan 21, 2024, 1:17 PM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি: তাঁরা প্রায় 1 বছরের উপর আলাদা থাকছিলেন ৷ আর গতকাল শোয়েব মালিক তাঁর তৃতীয় বিয়ের ছবি পোস্ট করতেই, সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর নিয়ে জল্পনা শুরু হয়ে যায় ৷ সেই জল্পনার অবসান ঘটল অবশেষে ৷ ভারতীয় টেনিস আইকনের পরিবারের তরফে দু’জনের বিবাহবিচ্ছেদের খবরে সিলমোহর দেওয়া হয়েছে ৷ একটি বিবৃতি প্রকাশ করে সানিয়ার পরিবার জানিয়েছে, গত কয়েকমাস হল তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে ৷

ওই বিবৃতিতে বলা হয়েছে, "সানিয়া সর্বদা নিজের ব্যক্তিগত জীবনকে জনসাধারণের নজরের বাইরে রেখে এসেছেন ৷ যাই হোক, আজ তিনি এটি সবাইকে জানানোর প্রয়োজন মনে করেছেন, যে শোয়েব এবং তাঁর কয়েক মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে ৷ তিনি শোয়েবকে নিজের আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন !" উল্লেখ্য, পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গতকাল বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ৷

বিবাহবিচ্ছেদের খবর জানানোর পাশাপাশি, সানিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে যাতে কোনওরকম ভুয়ো খবর প্রচার না করা হয়, সেই অনুরোধ রাখা হয়েছে ৷ তারা জানিয়েছে, "এটি তাঁর জীবনের খুবই স্পর্শকাতর সময় ৷ আমরা সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করতে চাই, কোনওরকম ভুয়ো খবর থেকে দূরে থাকুন এবং তাঁর ব্যক্তিগত জীবনকে সম্মান করুন ৷" উল্লেখ্য, 2022 সাল থেকে দু’জনে আলাদা থাকছিলেন ৷ সেই সময় থেকেই সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের মধ্যে বিচ্ছেদের খবর নিয়ে নানান জল্পনা শুরু হয়ে যায় ৷

উল্লেখ্য, গতবছর অগস্ট মাসে শোয়েব তাঁর সোশাল মিডিয়ার বায়ো সেকশন থেকে সানিয়া মির্জার নাম সরিয়ে দেন ৷ তখনই প্রায় সুনিশ্চিত হয়ে যায়, যে ক্রীড়া জগতের এই তারকা দম্পতি আর একসঙ্গে নেই ৷ যদিও এর আঁচ আগেই পাওয়া গিয়েছিল ৷ যখন প্রায় 6 মাসের উপর সানিয়া এবং শোয়েব আলাদা থাকতে শুরু করেন ৷ মাঝে কোনও এক পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে শোয়েব মালিকের দুবাইয়ে লিভ ইন করার খবরও সামনে আসে ৷ সেই সময়ও দুই তারকা ক্রীড়াবিদের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

এরই মাঝে গতবছর অস্ট্রেলিয়ান ওপেন খেলে টেনিস থেকে অবসর নেন সানিয়া ৷ উল্লেখ্য, 2010 সালের এপ্রিল মাসে হায়দরাবাদে শোয়েবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানিয়া ৷ সেই 13 বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তাঁরা ৷ বর্তমানে সানিয়া অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ৷ পাশাপাশি, উইমেনস প্রিমিয়ার লিগে ব়য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের মেন্টর হিসেবেও কাজ করছেন সানিয়া মির্জা ৷

আরও পড়ুন:

  1. সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই পাক অভিনেত্রীকে বিয়ে করলেন শোয়েব মালিক
  2. ইনস্টা বায়ো থেকে সরলেন ‘স্ত্রী সানিয়া’, ফের ডিভোর্সের জল্পনা উসকে দিলেন শোয়েব
  3. বিয়ে ভাঙবে সানিয়া-শোয়েবের? বিচ্ছেদের গুঞ্জন

ABOUT THE AUTHOR

...view details