পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মধ্যরাতে ভাইজানের সঙ্গে বার্থ-ডে সেলিব্রেশন ধোনির, স্বামীর পা-ছুঁয়ে প্রণাম সাক্ষীর - MS Dhoni - MS DHONI

Happy Birthday MS Dhoni: একদিকে বলিউডের দাবাং, আরেকদিকে স্ত্রী সাক্ষী ৷ মাঝখানে বাইশ গজের ক্যাপ্টেন কুল ৷ মধ্য়মণিকে ঘিরে ধরে রাখার কারণ আজ তাঁর বার্থ-ডে ৷ 43 বছর পার করতেই মধ্যরাতে কেক কেটে জন্মদিন পালন করলেন মহেন্দ্র সিং ধোনি ৷ ধ্বনিত হল হ্যাপি বার্থ-ডে মাহি ৷ ভাইজান বললেন, 'হ্যাপি বার্থ-ডে কাপ্তান সাহেব' ৷ স্ত্রী পা-ছুঁয়ে করলেন প্রণাম ৷

Happy Birthday MS Dhoni
ভাইজানের সঙ্গে ধোনি (সলমন খান এক্স)

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 1:09 PM IST

মুম্বই, 7 জুলাই:বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তিনি গড়েছেন অনন্য নজির। সমস্ত ফর্ম্যাটে আইসিসির ট্রফি দিয়েছেন ভারতকে ৷ কথা হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। রবিবার তাঁর জন্মদিন। 2007 সালে প্রথম সংস্করণেই টি-20 বিশ্বকাপ, 2011 সালে ওডিআই বিশ্বকাপ, 2013 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে ভারতকে বারবার বিশ্বসেরা করেছেন অধিনায়ক ধোনি ৷ সেই 'ক্যাপ্টেন কুলে'র জন্মদিন বলে কথা। 43টি বসন্ত পার করলেন মাহি ৷ মাঝরাতেই জন্মদিন সেলিব্রশন করা হল তাঁর ৷ জন্মদিন মিলিয়ে দিল বলিউড আর ক্রিকেটের সুপারস্টারকে।

শনিবার মাঝরাত থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধোনির এই বার্থ-ডে সেলিব্রেশন ৷ কেক কেটে ধোনি প্রথমে খাইয়ে দেন স্ত্রীকে এবং তারপর সলমনকে। অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বইয়ে রয়েছেন ধোনি। আর এই অনুষ্ঠানের মাঝেই নিজের জন্মদিন পালন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সলমন খানও ৷ সেখানেই 'কাপ্তান সাহেব'কে বার্থ-ডে'র শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, সলমন খান এবং সাক্ষী ধোনির পাশে দাঁড়িয়ে রয়েছন ৷ কেক কাটার পর স্ত্রীকে কেক খাইয়েছেন ধোনি। পালটা স্বামীর মুখেও কেক তুলে দিয়েছেন সাক্ষী ৷ স্ত্রী আবার ধোনির পা-ছুঁয়ে প্রণাম করছেন। ধোনি মজা করে আবার আশীর্বাদও করেছেন। জন্মদিনের 3 দিন আগে তাঁদের 15তম বিবাহ বার্ষিকী উদযাপন করেন ধোনি ও সাক্ষী ৷ তাঁর প্রতিটি জীবনের গল্প একেবারে সিনেমার মতো ৷ তাই তাঁর জীবন উঠে আসে বলিউডের পর্দায় ৷ তাঁর জীবনের গল্প জানাতে তৈরি হয় 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ৷ ধোনির ভক্তদের জন্য 7 জুলাই অবশ্যই বিশেষ দিন ৷ তাঁর ভক্তকুল উৎসবের মতো উদযাপন করেন আজকের দিনটি ৷

ABOUT THE AUTHOR

...view details