নয়াদিল্লি, 31 জানুয়ারি:ভারতের কুস্তি ফেডারেশনের সাসপেন্ডেড সভাপতি সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে ফের একবার অভিযোগ তুলে সরব হলেন তাবড় কুস্তিগীর সাক্ষী মালিক ও বজরং পুনিয়া ৷ গতকাল, মঙ্গলবার এক্সে তাঁরা সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র দেওয়ার অভিযোগ তুলেছেন ৷ সাক্ষী এবং বজরং অভিযোগ করেছেন, কোনও এক কুস্তিগীর জন্মছে 2023 এর 5 সেপ্টেম্বর আর তার জন্ম 70 কেজি ৷ কিন্তু এমনটা কী করে সম্ভব ! এছাড়াও একজন সাসপেন্ডেড সভাপতি কী করে শংসাপত্র দিতে পারে?
গতকাল এক্সে ওই ভুয়ো সার্টিফিকেটের এক ছবি দিয়ে এক্সে লিখেছেন, "ক্রীড়া মন্ত্রক ব্রিজ ভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের কার্যক্রম স্থগিত করেছে, তবুও তিনি তাঁর ইচ্ছানুযায়ী জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ পরিচালনা করছেন ৷ এর পাশাপাশি খেলোয়াড়দের ভুয়ো শংসাপত্র বিতরণ করছেন, যা বেআইনি। ক্রীড়া মন্ত্রক কর্তৃক আয়োজিত রেসলিং জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়পুরে অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু তার আগে কুস্তির উপর তাঁর আধিপত্য প্রমাণ করতে, সঞ্জয় সিং অবৈধভাবে বিভিন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপের শংসাপত্র স্বাক্ষর ও বিতরণ করছেন।"
এরপর অলিম্পিক পদকজয়ী সাক্ষীর আরও সংযোজন, "সংস্থার একজন সাময়িক বরখাস্ত ব্যক্তি কীভাবে প্রতিষ্ঠানের অর্থের অপব্যবহার করতে পারেন ? আগামিতে যখন কুস্তিগীররা এই সার্টিফিকেট নিয়ে চাকরিতে যাবে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । যেখানে খেলোয়াড়দের কোনও দোষ নেই। সঞ্জয় সিংহের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত ৷ এছাড়াও যারা এই ধরনের প্রতারণা করছে এবং তাঁর কার্যকলাপে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই সমস্ত জালিয়াতি করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ৷ আমি ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুরজির কাছে আবেদন করছি এই বিষয়টি খতিয়ে দেখতে এবং খেলোয়াড়দের ভবিষ্যৎ নষ্ট হওয়া থেকে বাঁচাতে।"