পশ্চিমবঙ্গ

west bengal

'সবচেয়ে বড় গুরুদক্ষিণা', বোলার রোহিতকে 'হিটম্যান' বানানো ছেলেবেলার কোচের প্রাপ্তিস্বীকার - Dinesh Lad Exclusive

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 6:25 PM IST

Dinesh Lad Praises Rohit Sharma: শনিবার বিশ্বজয় করে রোহিত যা দিয়েছে, সেটা তাঁর সবচেয়ে বড় গুরুদক্ষিণা ৷ ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জয় অধিকারীর সঙ্গে টেলিফোনিক কথোপকথনে এমনটাই বললেন 'হিটম্যান'-এর ছেলেবেলার কোচ ৷

DINESH LAD EXCLUSIVE
ইটিভি ভারতে প্রতিক্রিয়া দীনেশ লাডের (ইটিভি ভারত)

কলকাতা, 30 জুন: গতবছর আমেদাবাদে যে অধরা মাধুরী ছেড়ে আসতে হয়েছিল, পরিসর সংক্ষিপ্ত হলেও শনিবাসরীয় বার্বাডোজে সেই অধরা মাধুরী তাজ হয়ে ধরা দিল রোহিত গুরুনাথ শর্মার মাথায় ৷ আর মুম্বইকরের এই সাফল্যে স্বভাবতই খুশি তাঁর ছেলেবেলার কোচ দীনেশ লাড ৷ যাঁর হাতে বিশ্বজয়ী অধিনায়কের ক্রিকেট হাতেখড়ি, তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল ইটিভি ভারত ৷ দীনেশ লাড জানালেন, রোহিতের হাত ধরে ভারতের টি-20 বিশ্বকাপ জয় তাঁর জীবনের সবচেয়ে বড় গুরুদক্ষিণা ৷

ইটিভি ভারতের মুখোমুখি রোহিতের ছোটবেলার কোচ (ইটিভি ভারত)

বিশ্বজয়ের পরদিন সকালে রোহিতের ছেলেবেলার কোচকে ফোনে ধরা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "ভারতের এই বিশ্বজয় আমার কাছে সবচেয়ে বড় গুরুদক্ষিণা ৷ এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ ৷" 11 বছর পর আইসিসি ট্রফি, 17 বছর পর টি-20 বিশ্বকাপ জয়ের আনন্দে বানভাসি পুরো দেশ। তবে উৎসবের আবহেও মনখারাপ ভারতীয় ক্রিকেটের ৷ ফাইনাল জিতেই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। বিরাট পুরস্কার বিতরণী মঞ্চেই অবসর ঘোষণা করেন। আর ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কুড়ি-বিশের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানান রোহিত।

স্বাভাবিকভাবেই শনিবারের পরব দেশের ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এক মহান শূন্যতা তৈরি হবে ৷ তবে রোহিতের কোচের কথায়, এটাই ছেড়ে দেওয়ার সঠিক সময়। দেশের জার্সিতে 159টি ম্যাচে 4,231 রানের মালিক 'হিটম্যান'-এর এই সিদ্ধান্তকে সঠিক এবং সময়োচিত বলছেন তাঁর কোচ ৷ দীনেশ লাড বলেন, "সঠিক সিদ্ধান্ত নিয়েছে রোহিত। টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেট খেলবে। টি-20 ক্রিকেট অনেক দ্রুত লয়ের খেলা। বয়স বাড়ছে। ফিটনেস ধরে রাখা চ্যালেঞ্জিং। এই অবস্থায় সবদিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। 2027 সালের ওয়ান-ডে বিশ্বকাপ খেলবে রোহিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে ৷ সেখানেও খেলবে ৷" সবমিলিয়ে শিষ্যকে সমর্থন গুরুর।

পাশাপাশি বোলার রোহিতের মধ্যে ব্যাটিংয়ের প্রতিভা খুঁজে পাওয়া এবং তাঁকে ঘষে-মেজে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বানানো নিয়েও অভিজ্ঞতা শেয়ার করে নিলেন দীনেশ লাড। তিনি বলেন, "প্রতিভা ছিলই। আমি শুধু ওকে উপরে তুলে আনার চেষ্টা করেছি মাত্র। বোলার হিসেবে আমার কাছে এসেছিল। আমি ওর ব্যাটিংয়ে প্রতিভা দেখেছিলাম। তারপর শুধু সঠিকভাবে অনুশীলন করিয়ে গিয়েছি।" কী ধরনের টেকনিক বদল করতে হয়েছিল? দীনেশ লাড বলছেন, "আমি শুধু ওর ব্যাটিং গ্রিপে একটু বদল করেছিলাম আর ভয়ডরহীনভাবে খেলতে বলেছিলাম।"

ABOUT THE AUTHOR

...view details