ETV Bharat / sports

রোহিত-বিরাটদের সঙ্গে প্রধানমন্ত্রী, বিশ্বসেরাদের কাছে পেয়ে আহ্লাদে আটখানা মোদি - Team India Met PM Narendra Modi - TEAM INDIA MET PM NARENDRA MODI

PM Modi Meeting After Team India World Cup Victory: দেশে ফিরেই বিশ্বচ্যাম্পিয়নরা দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে ৷ বৃহস্পতিবার সকালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে দিল্লি বিমানবন্দরে নামেন ৷ তারপর হোটেলে বিশ্রাম নিয়ে মোদিজির সঙ্গে দেখা করতে যান ৷ তারপরই তাঁদের কথোপকথনের ভিডিয়ো এল প্রকাশ্য ৷ কী বললেন মোদি!

PM Modi Meeting After Team India World Cup Victory
বিশ্বসেরাদের কাছে পেয়ে আহ্লাদে আটখানা (এএনআইএক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 1:47 PM IST

Updated : Jul 4, 2024, 2:44 PM IST

নয়াদিল্লি, 4 জুলাই: বিশ্বসেরাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখান থেকে বাসে করে চেপে 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তাঁরা। সেখানেই প্রাতরাশ সারেন বিরাট-রোহিতরা। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন মোদি। টিম ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাতে মোদিজি বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন ৷ নানা বিষয়ে কথোপকথন চলতে থাকে ৷

রোহিত-বিরাটদের সঙ্গে প্রধানমন্ত্রী (ইটিভি ভারত)

সংবাদসংস্থা এএনআইয়ের তরফে পোস্ট করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রফি হাতে মোদিজির বাসভবনে ট্রফি হাতে প্রবেশ করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে ৷ মোদিজি বসে রয়েছেন মাঝখানে ৷ তাঁর ডানদিকে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর পাশে রয়েছেন সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া ও অন্যান্যরা ৷ বাঁ-দিকে রয়েছেন রাহুল দ্রাবিড়, তাঁর পাশে রয়েছেন বিরাট কোহলি ও অন্যান্যারা ৷ ক্রিকেটারেরা ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহও ছিলেন সেখানে।

এরআগে, বিশ্বকাপ ফাইনাল জয়ের রাতের পর ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। রবিবার সকালে তিনি ফোন করেন টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানান। পাশাপাশি ডেভিড মিলারের ক্যাচ যেই দক্ষতায় নিয়েছিলেন সূর্যকুমার যাদব সেটার প্রশংসা করেন তিনি। পাশাপাশি পুরো দলের প্রশংসা করেন। নিজে পোস্ট করে তা শেয়ারও করেন। পরে রোহিত শর্মা ও বিরাট কোহলিও মোদিজিকে ধন্যবাদ জানান তাঁদেরকে অভিনন্দন জানানোর জন্য ৷

এর আগে, 2023 সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের সময় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। তিনি ফাইনালের ট্রফি তুলে দেন অস্ট্রেলিয়ার হাতে। এরপর ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে টিম ইন্ডিয়ার সদস্যদের সান্ত্বনা জানিয়েছিলেন মোদি।

নয়াদিল্লি, 4 জুলাই: বিশ্বসেরাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। সেখান থেকে বাসে করে চেপে 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তাঁরা। সেখানেই প্রাতরাশ সারেন বিরাট-রোহিতরা। ট্রফি হাতে পুরো দলের সঙ্গে ছবি তোলেন মোদি। টিম ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাতে মোদিজি বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন ৷ নানা বিষয়ে কথোপকথন চলতে থাকে ৷

রোহিত-বিরাটদের সঙ্গে প্রধানমন্ত্রী (ইটিভি ভারত)

সংবাদসংস্থা এএনআইয়ের তরফে পোস্ট করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রফি হাতে মোদিজির বাসভবনে ট্রফি হাতে প্রবেশ করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকে ৷ মোদিজি বসে রয়েছেন মাঝখানে ৷ তাঁর ডানদিকে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর পাশে রয়েছেন সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া ও অন্যান্যরা ৷ বাঁ-দিকে রয়েছেন রাহুল দ্রাবিড়, তাঁর পাশে রয়েছেন বিরাট কোহলি ও অন্যান্যারা ৷ ক্রিকেটারেরা ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহও ছিলেন সেখানে।

এরআগে, বিশ্বকাপ ফাইনাল জয়ের রাতের পর ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি। রবিবার সকালে তিনি ফোন করেন টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে ধন্যবাদ জানান। পাশাপাশি ডেভিড মিলারের ক্যাচ যেই দক্ষতায় নিয়েছিলেন সূর্যকুমার যাদব সেটার প্রশংসা করেন তিনি। পাশাপাশি পুরো দলের প্রশংসা করেন। নিজে পোস্ট করে তা শেয়ারও করেন। পরে রোহিত শর্মা ও বিরাট কোহলিও মোদিজিকে ধন্যবাদ জানান তাঁদেরকে অভিনন্দন জানানোর জন্য ৷

এর আগে, 2023 সালের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের সময় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। তিনি ফাইনালের ট্রফি তুলে দেন অস্ট্রেলিয়ার হাতে। এরপর ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে টিম ইন্ডিয়ার সদস্যদের সান্ত্বনা জানিয়েছিলেন মোদি।

Last Updated : Jul 4, 2024, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.