অ্যাডিলেড, 4 ডিসেম্বর: ফের ফিরল 2020-21 সিরিজের স্মৃতি ৷ মহম্মদ সিরাজের উদ্দেশ্যে দর্শকাসন থেকে ভেসে এসেছিল বর্ণবিদ্বেষী মন্তব্য ৷ 6 ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাডিলেড টেস্ট ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট শুরুর আগে হেনস্তার মুখে ভারতীয় দল ৷
কী হয়েছে ?
গোলাপি বল টেস্টের আগে অনুশীলন করছিল ভারতীয় দল ৷ সেখানেই গ্যালারিতে ছিলেন প্রায় 3000 দর্শক ৷ অভিযোগ, ক্রমাগত অস্বস্তিকর মন্তব্য করে যেতে থাকেন কিছু দর্শক ৷ রোহিত শর্মা, ঋষভ পন্থকে ছক্কা মারা নিয়ে ব্যঙ্গ করা হয় ৷ এক খেলোয়াড়কে লক্ষ্য করে ক্রমাগত গুজরাতি ভাষায় ‘হাই’ বলার অনুরোধ করা হতে থাকে ৷ মন্তব্য করা হয়েছে টিম ইন্ডিয়ার একাধিক খেলোয়াড়ের শরীর নিয়েও ৷ বিরাট কোহলি ও শুভমন গিলকে অনুশীলনের পর প্রায় ঘিরে ধরেছিলেন তাঁরা ৷ কোনওরকমে মাঠ ছাড়েন ‘কিং কোহলি’ ৷