পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

'ওদের মজা নিতে দিন', সিরিজ শুরুর আগে বাংলাদেশকে খোঁচা রোহিতের - ROHIT TAKES DIG AT BANGLADESH - ROHIT TAKES DIG AT BANGLADESH

INDIA vs BANGLADESH: বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে আসছে বলে বাড়তি কোনও স্ট্র্যাটেজি নয় ৷ রোহিত শর্মা জানালেনস তাঁর দল নিজেদের খেলাতেই ফোকাস করছে ৷ একইসঙ্গে এও জানালেন, বাংলাদেশ সিরিজ কোনওভাবেই অস্ট্রেলিয়া সফরের ড্রেস রিহার্সাল নয় ৷

ROHIT TAKES DIG AT BANGLADESHat
বাংলাদেশকে খোঁচা রোহিতের (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 17, 2024, 3:59 PM IST

Updated : Sep 17, 2024, 5:10 PM IST

চেন্নাই, 17 সেপ্টেম্বর: বিভিন্ন দলের জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি নয়, বরং ভারতীয় দল নিজেদের পারফরম্যান্স নিয়েই বেশি মনোযোগী ৷ বাংলাদেশের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে এভাবেই পড়শি দেশকে বার্তা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুধু তাই নয়, বাংলাদেশ যে ভারতকে হারানোর কথা ভেবে আনন্দ পাচ্ছে, সেই আনন্দ তাঁদের নিতে বললেন 'হিটম্যন' ৷

বাংলাদেশের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে শুরু প্রথম টেস্ট ৷ তার আগে মঙ্গলবার প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, "সব দলই চায় ভারতকে হারাতে ৷ আমাদের হারাবে ভেবে খুশি হয় অনেকে ৷ ওদেরকেও (বাংলাদেশ) খুশি হতে দিন ৷ সামনে বাংলাদেশ থাকুক কিংবা অস্ট্রেলিয়া ভারতীয় দল প্রতিপক্ষ দেখে স্ট্র্যাটেজি সাজায় না ৷ বরং আমরা নিজেদের খেলাতেই বেশি মনোযোগ দিই ৷"

শুধু তাই নয় ৷ অনেকে ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সিরিজকে বছরশেষে অস্ট্রেলিয়া সফরের ড্রেস রিহার্সাল বলে মনে করছেন ৷ রোহিত তাঁদের সতর্ক করে দিলেন এদিনের সাংবাদিক সম্মেলন থেকে ৷ ভারত অধিনায়ক বলেন, "মোটেই বাংলাদেশ সিরিজ কোনও ড্রেস রিহার্সাল নয় ৷ প্রত্যেকটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ ৷ যেখানেই খেলা হোক না কেন, আমরা এই টেস্ট এবং এই সিরিজ জিততে চাই ৷ এর থেকে বেশি কিছু ভাবছি না ৷"

লম্বা বিরতির পর এরকম গুরুত্বপূর্ণ একটা সিরিজ ৷ কোনওভাবে কি মনোসংযোগে ঘাটতি হবে? ভারত অধিনায়ক যদিও জানালেন, এই বিরতিটা দরকার ছিল ৷ রোহিতের কথায়, "ছয় থেকে আট মাস টেস্ট ক্রিকেটে ফেরাটা খুব একটা সহজ কাজ নয় ৷ তবে স্কোয়াডের অধিকাংশ সদস্যই অভিজ্ঞ ৷ আগেও এমনটা হয়েছে ৷ আর বিরতির কারণেই চেন্নাইয়ে প্রস্তুতি শিবিরটা প্রয়োজন ছিল ৷ সকলের একজায়গায় হওয়াটা দরকার ছিল ৷ অনেকে দলীপ ট্রফিতে অংশ নিয়েছে ৷ প্রস্তুতির কথা বলতে হলে আমরা সম্পূর্ণ তৈরি ৷ বিরতিটা আমাদের জন্য কাজে দিয়েছে ৷"

Last Updated : Sep 17, 2024, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details