পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফের তারা খসল বাংলার ক্রীড়া সাংবাদিকতায়, প্রয়াত অরূপ পাল - ARUP PAUL DIES

স্বনামধন্য এক ক্রীড়া সাংবাদিককে হারাল কলকাতা তথা বাংলা ৷ 61 বছরে প্রয়াত অরূপ পাল ৷

ARUP PAUL DIES
অরূপ পাল (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Dec 17, 2024, 8:05 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর: ক্রীড়া সাংবাদিকতায় দ্যুতি ছড়িয়েছেন, এমন মানুষের সংখ্যা ক্রমশ কমছে বাংলায়। মঙ্গলবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম ৷ প্রয়াত সাংবাদিক অরূপ পাল। সদা হাস্যমুখ,পরোপকারী মানুষটি মাত্র 61 বছর বয়সেই পাড়ি দিলেন না-ফেরার দেশে।

মঙ্গলবার সকালে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ অরূপ পাল রেখে গেলেন স্ত্রী এবং কন্যাকে। দীর্ঘ কয়েক দশক যুক্ত ছিলেন ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে। প্রথম জীবনে নিজের হাতে তৈরি করেছিলেন খেলার একটি ম্যাগাজিন। পরে বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন সুনামের সঙ্গে। যার মধ্যে রয়েছে বঙ্গলোক, প্রাত্যহিক সংবাদ, এন-ই বাংলা, চ্যানেল টেন, আর্টেজ নিউজের মতো প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া। পাশাপাশি আনন্দবাজার পত্রিকাতেও লিখেছেন দীর্ঘদিন। লিখেছেন আজকালের 'খেলা'তেও। শেষদিন পর্যন্ত কাজ করেছেন ইস্টবেঙ্গল সমাচারের হয়ে। লাল-হলুদের এই ম্যাগাজিনের সম্পাদকমণ্ডলীতে ছিলেন তিনি।

অরূপবাবু দীর্ঘদিন জড়িয়ে ছিলেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গেও। প্রথমে সদস্য, তারপরে ক্লাবের কার্যকরী সমিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। কঠিন কাজও সামলাতেন হাসিমুখে। মানুষের উপকারে তাঁর জুড়ি মেলা ছিল ভার। সদা হাসিমুখ এমন মানুষের হঠাৎ এভাবে চলে যাওয়ায় শোক ময়দানে। গত সপ্তাহেও সিএসজেসি'র প্রতিষ্ঠা দিবসে ছিল অরূপবাবুর উজ্জ্বল উপস্থিতি ।

মঙ্গলবার সকালে প্রাতঃরাশের পর ওষুধ খেয়ে ঘুমিয়েছিলেন। সেই ঘুম আর ভাঙল না ৷ মঙ্গলবারই খড়দা শ্মশানে কলকাতার স্বনামধন্য এই ক্রীড়া সাংবাদিকের শেষকৃত্য সম্পন্ন হয় ৷ কেবল পড়ে রইল অজস্র স্মৃতি ৷ যার সাক্ষী সবুজ ময়দান। অরূপ পালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্রীড়া সাংবাদিক থেকে ফুটবলার, ইস্টবেঙ্গল কর্তারা ভিড় জমিয়েছিলেন শেষ শ্রদ্ধা জানাতে। সকলেই একমত, অরূপ পালের মত কর্মনিষ্ঠ উপকারী মানুষ বিরল।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details