নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করলেন রবীন্দ্র জাদেজা ৷ সম্প্রতি দেশজুড়ে বিজেপি'র যে সদস্যপদ অভিযান শুরু হয়েছে । তারই শরিক হলেন জাতীয় দলের এই ক্রিকেটার ৷ বিজেপির সদস্য়পদ গ্রহণ করলেও তিনি রাজনীতিতে এখনই কতটা সক্রিয় হবেন তা স্পষ্ট নয়। তাছাড়া বোর্ডের চুক্তিবদ্ধ হওয়া কোনও ক্রিকেটার সক্রিয়ভাবে রাজনীতি করতে পারেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে ৷
তবে জাদেজা যে বিজেপি'র সদস্যপদ গ্রহণ করেছে তা জানিয়েছেন তাঁর বিধায়ক স্ত্রী রিভাভা জাদেজা ৷ এক্স হ্যান্ডেলে তিনি একটি ছবি পোস্ট করেন ৷ সেখানে নিজের পাশাপাশি স্বামী রবীন্দ্র জাদেজারও সদস্যপদের প্রমাণ দাখিল করেছেন ৷ ক্য়াপশন হিসেবে তিনি হ্য়াশট্য়াগে লিখেছেন, "সদস্য অভিযান ৷" সম্প্রতি দলের সদস্যপদ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করেন সভাপতি জেপি নাড্ডা ৷ সেই উদ্যোগের অধীনে সদস্যপদ পুনর্নবীকরণ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷ তেমনই প্রথমবার সদস্যপদ নিলেন জাদেজা ৷