পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিজেপি'র সদস্যপদ গ্রহণ করলেন জাদেজা, টুইটে জানালেন বিধায়ক স্ত্রী - JADEJA JOINS BJP - JADEJA JOINS BJP

JADEJA BECOMES BJP MEMBER: স্ত্রী'র পর বিজেপি যোগ রবীন্দ্র জাদেজার ৷ সম্প্রতি বিজেপি'র সদস্য হয়েছেন এই তারকা ভারতীয় ক্রিকেটার ৷ টুইট করে বৃহস্পতিবার সন্ধ্যায় সেই খবর জানিয়েছেন ক্রিকেটারের স্ত্রী।

JADEJA BECOMES BJP MEMBER
স্ত্রী ও সন্তানের সঙ্গে জাদেজা (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 5, 2024, 8:28 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করলেন রবীন্দ্র জাদেজা ৷ সম্প্রতি দেশজুড়ে বিজেপি'র যে সদস্যপদ অভিযান শুরু হয়েছে । তারই শরিক হলেন জাতীয় দলের এই ক্রিকেটার ৷ বিজেপির সদস্য়পদ গ্রহণ করলেও তিনি রাজনীতিতে এখনই কতটা সক্রিয় হবেন তা স্পষ্ট নয়। তাছাড়া বোর্ডের চুক্তিবদ্ধ হওয়া কোনও ক্রিকেটার সক্রিয়ভাবে রাজনীতি করতে পারেন কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে ৷

তবে জাদেজা যে বিজেপি'র সদস্যপদ গ্রহণ করেছে তা জানিয়েছেন তাঁর বিধায়ক স্ত্রী রিভাভা জাদেজা ৷ এক্স হ্যান্ডেলে তিনি একটি ছবি পোস্ট করেন ৷ সেখানে নিজের পাশাপাশি স্বামী রবীন্দ্র জাদেজারও সদস্যপদের প্রমাণ দাখিল করেছেন ৷ ক্য়াপশন হিসেবে তিনি হ্য়াশট্য়াগে লিখেছেন, "সদস্য অভিযান ৷" সম্প্রতি দলের সদস্যপদ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করেন সভাপতি জেপি নাড্ডা ৷ সেই উদ্যোগের অধীনে সদস্যপদ পুনর্নবীকরণ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷ তেমনই প্রথমবার সদস্যপদ নিলেন জাদেজা ৷

জাতীয় দলের ক্রিকেটারের স্ত্রী রিভাভা জাদেজা বিজেপি'তে যোগদান করেছিলেন 2019 সালে ৷ এরপর 2022 রাজ্যের বিধানসভা নির্বাচনে জামনগর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন ৷ অন্যদিকে, টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকে এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্য়াচ খেলেননি জাদেজা ৷ এমনকী সংক্ষিপ্ত ফরম্য়াট থেকে অবসরও নিয়েছেন তিনি ৷ তবে টেস্ট এবং ওয়ান-ডে এখনও খেলবেন বাঁ-হাতি অলরাউন্ডার ৷

বিজেপির সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক গভীর এবং পুরনো। কীর্তি আজাদ থেকে শুরু করে নভজ্যোত সিং সিধু এবং গৌতম গম্ভীর বিজেপির সদস্য হয়েছেন। শুধু তাই নয়, এই তিন ক্রিকেটারই সংসদ-সদস্যও হয়েছিলেন। পরে অবশ্য কীর্তি আর সিধু দল ছাড়েন। এখনও বিজেপিতেই আছেন গৌতম। এবার অবশ্য তিনি লোকসভা নির্বাচনে লড়াই করেননি ।

ABOUT THE AUTHOR

...view details