ধরমশালা, 6 মার্চ: ধরমশালা হাড়কাঁপানো ঠান্ডায় বৃহস্পতিবার সকালে ব্রিটিশদের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামছে ভারত ৷ সিরিজের ফয়সলা আগেই হয়ে গিয়েছে, তাও ভারতের পক্ষে ৷ এবার নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা ৷ যেখানে এই মুহূর্তে ভারতীয় দল একনম্বরে রয়েছে ৷ সেই জায়গাটা পরবর্তী টেস্ট সিরিজের আগে পর্যন্ত পোক্ত করাই লক্ষ্য রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের ৷ তাই থ্রি-লায়ন্সের বিরুদ্ধে ধরমশালা টেস্ট নিয়মরক্ষা নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথ সুগম করার ম্যাচ ৷
ভারতের প্রথম একাদশ কী হতে পারে, তা নিয়ে একটা জল্পনা রয়েছেই ৷ কারণ, এতদিন সিরিজের প্রথম চারটি ম্যাচ হয়েছে স্পিন সহায়ক ও তুলনামূলক গরম আবহাওয়ায় ৷ যেখানে অনায়াসে তিন স্পিনারে নেমেছে ভারত ৷ কিন্তু, এবার চ্যালেঞ্জটা অনেক কঠিন ৷ নামে ঘরের মাঠ হলেও, ধরমশালার আবহাওয়া ও পিচ ইংলিশ সামারকে মনে করিয়ে দিতেই পারে ৷ হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেবিল-টপ মাউন্টেনের চূড়ায় চারদিক খোলা স্টেডিয়ামে ঠান্ডা হাওয়ার দাপট প্রবল ৷ আবার স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস ম্যাচের প্রথমদিন সকালে তাপমাত্রা 5 ডিগ্রি থাকবে ৷ বেলা বাড়লে তা খুব বেশি 7-8 ডিগ্রি পৌঁছবে ৷
ফলে এই আবহাওয়ায় ইংল্যান্ডের থেকে ভারতের চিন্তা একটু বেশি ৷ সেখানে ইংল্যান্ড দল ভারতের মাটিতে 'ঘরের মাঠে'র পরিবেশে খেলবে ৷ তাই ভারতের টিম ম্যানেজমেন্ট এই টেস্টে বড়জোর এক স্পিনারে নামতে পারে ৷ স্বাভাবিকভাবেই বোলিং বিভাগের ব্যাটন এবার স্পিনারদের থেকে পেসারদের হাতে উঠতে চলেছে ধরমশালায় ৷ জসপ্রীত বুমরার নেতৃত্বে মোট 3 বা 4 পেসার থাকবে বোলিং বিভাগের দায়িত্বে ৷ কিন্তু, একশো টেস্টের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে ভারত খেলাবে কিনা, সেটাই বড় প্রশ্ন ৷