পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

100তম টেস্ট স্মরণীয় করে রাখতে চান অশ্বিন, ধরমশালায় 'ঘরের মাঠে'র আমেজ ইংল্যান্ড শিবিরে

India vs England 5th Test: বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজের পঞ্চম ম্যাচ খেলতে নামছে ভারত ৷ এই ম্যাচ রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের একশোতম টেস্ট ৷ এই বিশেষ মাইলস্টোনকে স্মরণীয় করে রাখতে চান অফস্পিনার ৷ অন্যদিকে, ধরমশালার ঠান্ডায় ঘরের মাঠের পরিবেশ ইংল্যান্ড শিবিরের জন্য ৷ ফলে নতুন বলে ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলার কৌশল তৈরি করছেন ম্যাককুলাম-স্টোক জুটি ৷

ETV BHARAT
ETV BHARAT

By PTI

Published : Mar 6, 2024, 1:09 PM IST

ধরমশালা, 6 মার্চ: ধরমশালা হাড়কাঁপানো ঠান্ডায় বৃহস্পতিবার সকালে ব্রিটিশদের বিরুদ্ধে পঞ্চম টেস্টে নামছে ভারত ৷ সিরিজের ফয়সলা আগেই হয়ে গিয়েছে, তাও ভারতের পক্ষে ৷ এবার নজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা ৷ যেখানে এই মুহূর্তে ভারতীয় দল একনম্বরে রয়েছে ৷ সেই জায়গাটা পরবর্তী টেস্ট সিরিজের আগে পর্যন্ত পোক্ত করাই লক্ষ্য রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের ৷ তাই থ্রি-লায়ন্সের বিরুদ্ধে ধরমশালা টেস্ট নিয়মরক্ষা নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথ সুগম করার ম্যাচ ৷

ভারতের প্রথম একাদশ কী হতে পারে, তা নিয়ে একটা জল্পনা রয়েছেই ৷ কারণ, এতদিন সিরিজের প্রথম চারটি ম্যাচ হয়েছে স্পিন সহায়ক ও তুলনামূলক গরম আবহাওয়ায় ৷ যেখানে অনায়াসে তিন স্পিনারে নেমেছে ভারত ৷ কিন্তু, এবার চ্যালেঞ্জটা অনেক কঠিন ৷ নামে ঘরের মাঠ হলেও, ধরমশালার আবহাওয়া ও পিচ ইংলিশ সামারকে মনে করিয়ে দিতেই পারে ৷ হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেবিল-টপ মাউন্টেনের চূড়ায় চারদিক খোলা স্টেডিয়ামে ঠান্ডা হাওয়ার দাপট প্রবল ৷ আবার স্থানীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস ম্যাচের প্রথমদিন সকালে তাপমাত্রা 5 ডিগ্রি থাকবে ৷ বেলা বাড়লে তা খুব বেশি 7-8 ডিগ্রি পৌঁছবে ৷

ফলে এই আবহাওয়ায় ইংল্যান্ডের থেকে ভারতের চিন্তা একটু বেশি ৷ সেখানে ইংল্যান্ড দল ভারতের মাটিতে 'ঘরের মাঠে'র পরিবেশে খেলবে ৷ তাই ভারতের টিম ম্যানেজমেন্ট এই টেস্টে বড়জোর এক স্পিনারে নামতে পারে ৷ স্বাভাবিকভাবেই বোলিং বিভাগের ব্যাটন এবার স্পিনারদের থেকে পেসারদের হাতে উঠতে চলেছে ধরমশালায় ৷ জসপ্রীত বুমরার নেতৃত্বে মোট 3 বা 4 পেসার থাকবে বোলিং বিভাগের দায়িত্বে ৷ কিন্তু, একশো টেস্টের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনকে ভারত খেলাবে কিনা, সেটাই বড় প্রশ্ন ৷

ম্যাচের দু’দিন আগে প্রথম সাংবাদিক বৈঠকে টিম ম্যানেজমেন্ট অশ্বিনকে পাঠিয়েছে ৷ সেখানে তাঁর 100 টেস্টের মাইলস্টোনের প্রসঙ্গ উঠেছেও ৷ যার জবাবে অশ্বিন জানিয়েছেন, এটা একজন ক্রিকেটার হিসেবে তাঁর কাছে বড়প্রাপ্তি ৷ আর এই মুহূর্তটাকে তিনি স্মরণীয় করে রাখতে চান ৷ ফলে ধরে নেওয়া হচ্ছে ধরমশালায় অশ্বিন খেলছেন ৷ সেক্ষেত্রে জাদেজা বা কুলদীপের একজনকে বাইরে বসতে হবেই ৷ আর ব্যাটে-বলে উপযোগিতার প্রশ্নে কুলদীপকেই হয়ত নিজের জায়গা ছেড়ে দিতে হবে ৷

সেখানেই ইংল্যান্ড জিমি অ্যান্ডারসন, মার্ক উড এবং অলি রবিনসন তিন পেসারকেই খেলাবে, সেটা বলার অপেক্ষা রাখে না ৷ এখানেও টস বড় ফ্যাক্টর হতে পারে ৷ বিশেষত, প্রথমদিনের আবহাওয়ার পূর্বাভাসের নিরিখে ৷ সেক্ষেত্রে প্রথমদিন টস জেতা দল আগে বোলিং করে পরিবেশের সুবিধা তুলতে চাইবে ৷ কারণ, ম্যাচের দ্বিতীয় থেকে শেষদিন পর্যন্ত ধরমশালার আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ ফলে দ্বিতীয় দিন ব্যাটিং অনেকটা সহজ হবে বলেই ধরা হচ্ছে ৷

আরও পড়ুন:

  1. ঘরোয়া টুর্নামেন্ট ক্রিকেটারদের ভুলত্রুটি শুধরে নিতে সাহায্য করে: সচিন
  2. এর গুরুত্ব অনেক, 100 টেস্ট খেলা নিয়ে মন্তব্য জনি বেয়ারস্টোর
  3. ব্যর্থ বাবা ইন্দ্রজিথের লড়াই, শার্দূল-কতিয়ানের ব্যাটে রঞ্জি ফাইনালে মুম্বই

ABOUT THE AUTHOR

...view details