পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেট, অজি তারকাকে টপকে অশ্বিনের মুকুটে নয়া পালক - INDIA VS NEW ZEALAND 2ND TEST

ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে বড় মাইলস্টোন রবি অশ্বিনের ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারি হলেন দক্ষিণী স্পিনার ৷

RAVICHANDRAN ASHWIN RECORD
নজিরে অশ্বিন (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Oct 24, 2024, 2:47 PM IST

Updated : Oct 24, 2024, 3:12 PM IST

পুণে, 24 অক্টোবর: প্রয়োজন ছিল দু'টি উইকেট ৷ ভারত-নিউজিল্য়ান্ড দ্বিতীয় টেস্টের প্রথম সেশনেই তা তুলে নিয়ে মাইলস্টোনে রবিচন্দ্রন অশ্বিন ৷ অজি কাউন্টারপার্ট ন্য়াথম লায়নকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটের মালিক হলেন দক্ষিণী স্পিনার ৷

পুণেতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে লায়নের চেয়ে একধাপ পিছনে ছিলেন অশ্বিন ৷ এদিন নিজের প্রথম ওভারেই টম ল্যাথামকে ফেরাতেই অজি স্পিনারের সঙ্গে একই মেরুতে চলে আসেন ভারতীয় ফিঙ্গার স্পিনার ৷ এরপর মধ্যাহ্নভোজের বিরতির আগে আরও একটি উইকেট তুলে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে লায়নের 188টি উইকেটের নজির ভেঙে দেন ভারতীয় ক্রিকেটার ৷ 39টি ম্য়াচ খেলে অজি ক্রিকেটারের নজির ভাঙলেন অশ্বিন ৷ অশ্বিনের জোড়া উইকেটে মর্নিং সেশনে নিউজিল্যান্ডের রান ছিল দুই উইকেটে 92 রান ৷

বিরতির পর আরও একটি উকেট আসে অশ্বিনের ঝুলিতে ৷ ল্য়াথামের পর উইল ইয়ং এবং ডেভন কনওয়েকে ফেরান দক্ষিণী স্পিনার ৷ 188টি উইকেট নিতে যদিও অশ্বিনের তুলনায় চার ম্যাচ বেশি খরচ করেছেন লায়ন ৷ আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিনের ঝুলিতে রয়েছে 190টি উইকেটে ৷ তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন আরও দুই অজি বোলার ৷ তবে দু'জনেই ফাস্ট বোলার ৷ 175টি উইকেট নিয়ে তালিকার তিনে রয়েছেন অজি অধিনায়ক প্য়াট কামিন্স ৷ 147 উইকেট নিয়ে চারে মিচেল স্টার্ক ৷

134টি উইকেট নিয়ে পাঁচে রয়েছেন প্রাক্তন ইংরেজ জোরে বোলার স্টুয়ার্ট ব্রড ৷ উল্লেখযোগ্যভাবে এদিন টেস্টে সর্বাধিক উইকেটশিকারির তালিকাতেও ন্যাথন লায়নের 530 উইকেটের নজির টপকে গেলেন অশ্বিন ৷ সবমিলিয়ে তালিকার সপ্তমস্থানে উঠে এলেন তিনি ৷ দ্বিতীয় সেশনে ডেভন কনওয়েকে ফেরাতেই সাতে উঠে আসেন ভারতীয় স্পিনার (531) ৷

অশ্বিন ছাড়া চা-বিরতির আগে এদিন জ্বলে ওঠেন দলে প্রত্য়াবর্তন করা ওয়াশিংটন সুন্দর ৷ দু'টি উইকেট নেন কুলদীপ যাদবের বদলি ৷ সবমিলিয়ে 5 উইকেটে 201 রান তুলে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড ৷ সর্বাধিক 76 রান আসে কনওয়ের ব্যাটে ৷ 65 রানে রাচিন রবীন্দ্রকে ফেরান সুন্দর ৷

Last Updated : Oct 24, 2024, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details