চেন্নাই, 19 সেপ্টেম্বর:হাসান মাহমুদের গতিতে বিধ্বস্ত ভারতীয় টপ-অর্ডার ৷ মেঘাচ্ছন্ন চিপকে প্রথম টেস্টের প্রথমদিন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারতীয় দলকে টেনে তুললেন বহু যুদ্ধের সৈনিক রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটি ৷ সপ্তম উইকেটে দুই ব্য়াটারের অবিভক্ত 195 রানের জুটিতে দিনের শেষে ভারতের রান 6 উইকেটে 339 ৷ ইতিমধ্যেই শতরান পূর্ণ করেছেন রবি অশ্বিন ৷ শতরানের খুব কাছে রবীন্দ্র জাদেজা ৷ তবে সবকিছু ছাপিয়ে চিপকে প্রথমদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই রবির পার্টনারশিপ ৷ যা ভেঙে দিল 24 বছরের রেকর্ড ৷
এর আগে বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম উইকেটে ভারতের সর্বাধিক রানের জুটি ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সুনীল যোশির ঝুলিতে ৷ 2000 সালে ঢাকা টেস্টে সপ্তম উইকেটে 121 রানে পার্টনারশিপ গড়েছিলেন দু'জনে ৷ বৃহস্পতিতে সেই নজির ভেঙে দিলেন অশ্বিন-জাদেজা ৷ প্রথম দিনের শেষে দু'জনের অবিভক্ত জুটিতে এসেছে 195 রান ৷
শুধুই কি তাই? চিপকে সপ্তম উইকেটে সর্বাধিক রানের জুটি এটাই ৷ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এর আগে সপ্তম উইকেটে সর্বাধিক রানের জুটি ছিল ভারতের দখলেই ৷ 2016 সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে করুণ নায়ার এবং রবীন্দ্র জাদেজার জুটিতে এসেছিল 138 রান ৷ মজার ব্যাপার হল ঘরের মাঠে এদিন শতরান করার পথে সঙ্গী রবীন্দ্র জাদেজাকে স্পর্শ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এলিট ক্লাবে প্রবেশ করে গেলেন অশ্বিন ৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 100টি উইকেট এবং হাজার রান করা ভারতীয় অলরাউন্ডার হিসেবে এতদিন নাম ছিল কেবল জাদেজার ৷ এদিন সেই তালিকায় নিজের নাম জুড়ে নিলেন দক্ষিণী অলরাউন্ডার ৷ ঘটনাক্রমে জাদেজাই এই নজির স্পর্শ করা প্রথম ক্রিকেটার ৷ এদিন 43 তম ওভারে কেএল রাহুল আউট হওয়ার সঙ্গে সঙ্গে এদিন 144 রানে 6 উইকেট হারিয়ে বসে ভারত ৷ এরপরই হাল ধরেন অশ্বিন-জাদেজা ৷ প্রথমদিনের শেষে ষষ্ঠ টেস্ট শতরান পূর্ণ করে 102 রানে অপরাজিত অশ্বিন ৷ অন্যদিকে 86 রানে অপরাজিত রয়েছেন জাড্ডু ৷