মুম্বই, 10 মার্চ: রঞ্জি ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ শ্রেয়স আইয়ার-অজিঙ্ক রাহানে ৷ শার্দূল ঠাকুরের অর্ধ-শতরানের দৌলতে দু’শোর গণ্ডি পেরল 41 বারের রঞ্জি চ্যাম্পিয়নরা ৷ বিদর্ভের দুরন্ত বোলিংয়ে ঐতিহাসিক ম্যাচে চাপে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দল ৷ প্রথম ইনিংসে 224 রানে গুটিয়ে গেল ‘রাহানে অ্যান্ড কোং’ ৷
পালটা ব্যাট করতে নেমে চাপে বিদর্ভও ৷ 31 রানেই 3 উইকেট হারিয়েছে দু’বারের রঞ্জি চ্যাম্পিয়নরা ৷ ক্রিজ ছেড়েছেন ধ্রুব শোরে, আমান মোখাদে, করুণ নায়ার ৷ দু’উইকেটে নিয়েছেন ধবল কুলকার্নি, একটি উইকেট গিয়েছে শার্দূল ঠাকুরের দখলে ৷
টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদর্ভ অধিনায়ক অক্ষয় ওয়াদেকর ৷ ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলেন পৃথ্বী শ ও ভূপেন লালওয়ানি ৷ ব্যক্তিগত 37 রানে লালওয়ানি ফিরতেই ধস নামে মুম্বই ব্যাটিংয়ে ৷ দলের 89 রানের মাথায় ক্রিজ ছাড়েন দলের আরেক ওপেনার ৷ পৃথ্বীর অবদান 46 রান ৷ তারপর বাইশ গজে নামা মুম্বইয়ের মিডল অর্ডারের মিলিত অবদান 25 রান ৷ মুশির খান (12 বলে 6 রান), অজিঙ্ক রাহানে (35 বলে 7 রান), শ্রেয়স আইয়ার (15 বলে 7 রান), হার্দিক তামোরে (41 বলে 5 রান) দলের স্কোরকার্ডে অবদান রাখতে ব্যর্থ ৷