পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বাংলাদেশের কাছে বাবরদের হারের নেপথ্যে ভারত! পাক পেসারদের নিয়ে বিস্ফোরক রামিজ - RAMIZ RAJA ON PAKISTAN DEFEAT - RAMIZ RAJA ON PAKISTAN DEFEAT

RAMIZ RAJA SLAMS PAK PACERS: গত বছর এশিয়া কাপে ভারতীয় ব্যাটারদের বেদম প্রহারের পর থেকেই পাক পেসারদের আত্মবিশ্বাস তলানিতে ৷ তাঁদের গতিও কমে গিয়েছে আগের চেয়ে ৷ বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারের পর এমনটাই দাবি করলেন রামিজ রাজা ৷ দুষলেন পাক অধিনায়ক শান মাসুদকেও ৷

SHAHEEN AFRIDI
শাহিন আফ্রিদি (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Aug 26, 2024, 3:44 PM IST

নয়াদিল্লি, 26 অগস্ট: টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে প্রথমবারের জন্য হারানোর নজির গড়েছে বাংলাদেশ ৷ শনিবার শাকিব-মুশফিকুরদের বিরুদ্ধে হারের ময়নাতদন্ত চলছে পাকিস্তান ক্রিকেটে ৷ সেই হারের ময়নাতদন্তে নেমে শান মাসুদের অধিনায়কত্ব এবং পাক পেসারদেরকেই কাঠগড়ায় তুললেন পিসিবি'র প্রাক্তন চেয়ারম্য়ান রামিজ রাজা ৷ শুধু তাই নয়, পাক পেসারদের অধঃপতনের কারণ হিসেবে ভারতকে 'দুষলেন' তিনি ৷

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের শেষদিন যেখানে ম্যাজিক দেখিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার মেহিদি হাসান মিরাজ এবং শাকিব আল হাসান, সেখানে কোনও স্পেশালিস্ট স্পিনার ছাড়াই ম্যাচে নেমেছিল পাকিস্তান ৷ এই প্রসঙ্গে রামিজ রাজা তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, "প্রথমত দল নির্বাচনে গলদ ছিল ৷ কোনও স্পিনার ছাড়াই তোমরা দল নামিয়েছিলে ৷ দ্বিতীয়ত আমাদের বিশ্বস্ত ফাস্ট বোলাররা কার্যত শেষ ৷"

ঠিক কী কারণে শাহিন আফ্রিদিদের ফর্ম পড়তির দিকে তাও ব্যাখ্যা করেন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ৷ রামিজ বলেন, "পতনের শুরু অর্থাৎ, আত্মবিশ্বাস কমতে শুরু করেছিল গত এশিয়া কাপে সিমিং কন্ডিশন সত্ত্বেও ভারতীয় ব্যাটাররা আমাদের পেসারদের বেদম পিটিয়েছিল ৷ ওরা ক্রিকেটবিশ্বকে দেখিয়ে দিয়েছিল এই বোলিং লাইন-আপকে প্রত্যাঘাত করা সম্ভব কেবল আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৷"

এখানেই শেষ নয় ৷ পাক পেসারদের গতিও দিনকে দিন কমেছে বলে মত 57টি টেস্ট খেলা প্রাক্তন পাক ক্রিকেটারের ৷ রামিজের কথায়, "অধিনায়ক হিসেবে শান মাসুদ হেরেই চলেছেন ৷ আমার মনে হয় অস্ট্রেলিয়ার বিষয়টা আরও কঠিন হবে ৷ এই পাক দলের পক্ষে সেখানে সিরিজ জয় একপ্রকার অসম্ভব ৷ বাংলাদেশের মত দলের কাছে ঘরের মাটিতে তোমরা হারছ কারণ, পরিস্থিতি ঠিকমত যাচাই করা হয়নি ৷ না তো ব্যাটাররা নিজেদের মেলে ধরেছে, না বোলাররা আক্রমণাত্মক হতে পেরেছে ৷"

ABOUT THE AUTHOR

...view details