প্য়ারিস, 28 জুলাই: শনিবার মিক্সড টিম ইভেন্টে অর্জুন বাবুতাকে সঙ্গী করে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ফাইনাল ৷ ভুল থেকে শিক্ষা নিয়ে 24 ঘণ্টার মধ্যে ব্যক্তিগত ইভেন্টে নজর কাড়লেন শুটার রমিতা জিন্দল ৷ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে পঞ্চমস্থানে শেষ করে ফাইনালে পৌঁছে গেলেন 2022 এশিয়াডের ব্রোঞ্জজয়ী ৷ সোমবার পদকের লক্ষ্যে নামবেন তিনি ৷
তবে অন্তিম সিরিজে খুব খারাপ স্কোর করে ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন ওই ইভেন্টে ভারতের আরেক প্রতিনিধি এলাভেনিল ভালারিভান ৷ অথচ শুরু থেকে দারুণ ছন্দে ছিলেন তিনি ৷ এমনকী অন্তিম নিশানার আগে পর্যন্ত ফাইনালে যোগ্যতা অর্জনের মত জায়গায় ছিলেন তিনি ৷ শেষমেশ অন্তিম সিরিজে 103.8 স্কোর করে ফাইনাল হাতছাড়া করেন তিনি ৷ উল্টোদিকে প্রথম সিরিজ খুব একটা ভালো না-গেলেও দ্বিতীয় সিরিজে বাউন্স ব্যাক করেন রমিতা ৷