পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রোহিতরা পাকিস্তানে যাবেন কি না ঠিক করবে কেন্দ্র, ফের জানালেন শুক্লা - ICC CHAMPIONS TROPHY 2025 - ICC CHAMPIONS TROPHY 2025

SHUKLA ON INDIA'S PARTICIPATION IN CHAMPIONS TROPHY: পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে বাড়ছে সংশয় ৷ রোহিতরা সেদেশ যাবেন কি না, তা নিয়ে বড় আপডেট দিলেন রাজীব শুক্লা ৷

RAJEEV SHUKLA
ভারতীয় দল (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Sep 30, 2024, 6:47 PM IST

কানপুর, 30 সেপ্টেম্বর: আগামী বছর শুরুর দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্য়াম্পিয়ন্স ট্রফির ৷ সেই টুর্নামেন্টে ভারতীয় দল অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে চর্চা চলছে বিস্তর ৷ নিতান্ত ভারত যদি পাকিস্তানে খেলতে রাজি না-হয়, সেক্ষেত্রে হাইব্রিড মডেলেও হতে পারে চ্য়াম্পিয়ন্স ট্রফি ৷ এই পরিস্থিতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের পাক মুলুকে যাওয়া নিয়ে আপডেট দিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা ৷

যদিও আপডেটে বড়সড় কিছু নেই ৷ অতীতের পুনরাবৃত্তি ঘটিয়েই শুক্লা সোমবার জানালেন কেন্দ্রের সবুজ সংকেতের উপর নির্ভর করছে ভারতীয় দলের পাকিস্তানে যাওয়ার বিষয়টি ৷ কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিসিআই সহ-সভাপতি ৷ সেখানে তিনি বলেন, "এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি ৷ কিন্তু নিয়ম মেনে যে কোনও আন্তর্জাতিক সফরের আগে আমরা কেন্দ্রের অনুমতি নিয়ে থাকি ৷ কেন্দ্রীয় সরকারই ঠিক করে যে কোনও দেশে আমাদের যাওয়া উচিত কিংবা অনুচিত কি না ৷"

রাজীব শুক্লার সংযোজন, "এক্ষেত্রেও কেন্দ্র যা সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা তা মেনে চলতে বাধ্য ৷" উল্লেখ্য, 2008 মুম্বই হামলা পরবর্তী সময় দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ ৷ যদিও আইসিসি'র ফ্ল্য়াগশিপ টুর্নামেন্টগুলোতে একে অপরের মুখোমুখি হয় ভারত-পাকিস্তান ৷ গতবছর বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতের মাটিতে পাকিস্তান এসেছিল সাত বছর বাদে ৷ কিন্তু ভারতের আগামী বছর পাকিস্তানে যাওয়া নিয়ে চরম সংশয় রয়েছে ৷

কারণ গতবছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হওয়ায় ভারতের অংশগ্রহণের জন্য টুর্নামেন্টকে হাইব্রিড মডেলে নিয়ে যেতে হয়েছিল ৷ 2025 চ্য়াম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও আইসিসি'কে টুর্নামেন্ট অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানাতে পারে ভারত ৷ সেক্ষেত্রে এশিয়া কাপের পুনরাবৃত্তি ঘটিয়ে চ্য়াম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে হলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

ABOUT THE AUTHOR

...view details