জয়পুর, 24 মার্চ:আইপিএলের 17তম সংস্করণের রবিরার দ্বিতীয় ডবল হেডার ৷ প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়পুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস ৷ লখনউয়ের বিরুদ্ধে এদিন শুরুতে জস বাটলার আউট হওয়ার পর ব্যাট হাত নামেন সঞ্জু ৷ শুরু থেকেই চালিয়ে খেলেন রাজস্থান অধিনায়ক ৷ শেষ পর্যন্ত তাঁর ঝোড়ো ব্যাটে 20 ওভারে স্কোরবোর্ডে 193 রান তুলল রাজস্থান ৷ স্যামসন অপরাজিত থাকেন 52 বলে 82 রানে ৷ রাজস্থান অধিনায়কের ইনিংস সাজানো ছিল তিনটে চার ও ছ'টি ছক্কায় ৷
ওপেনিংয়ে এদিন তরুণ তারকা যশস্বী জয়সওয়াল ব্যাট করতে নামেন জস বাটলারের সঙ্গে ৷ দু'জনেই ক্রিজে ব্যাট করতে নামেও বেশিক্ষণ টিকতে পারেননি ৷ 24 রান করে সাজঘরে ফিরে যান যশস্বী ও জস বাটলার ফেরেন 11 রান করে ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে দলকে একাই টানেন সঞ্জু স্যামসন ৷ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রাজস্থান অধিনায়ক ৷ রান দু'শোর গণ্ডির দিকে নিয়ে যেতে এদিন ক্যাপ্টেনকে সঙ্গ দেন রিয়ান পরাগ ৷ 43 রানে আউট হন পরাগ ৷ 4 উইকেট হারিয়ে কেএল রাহুল ব্রিগেডকে 194 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় সঞ্জু বাহিনী ৷