পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হারের হ্যাটট্রিক, ব্যাটিং ব্যর্থতায় টেবিলের তলানিতে হার্দিকের মুম্বই - IPL 2024 - IPL 2024

Indian Premier League: জসপ্রীত বুমরার আগুনে স্পেল ও আকাশ মাধওয়ালের পরপর সঞ্জু-বাটলারকে তুলে নেওয়ায় খানিক আশার আলো দেখেছিল ওয়াংখেড়ে ৷ যদিও তাতে জল ঢালতে বিশেষ সময় নেননি রিয়ান পরাগ ৷ অসমের তরুণ ব্যাটারের অর্ধ-শতরানে ম্যাচ বের করে নেয় রাজস্থান ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 7:51 AM IST

Updated : Apr 2, 2024, 8:23 AM IST

মুম্বই, 2 এপ্রিল: কোনও ম্যাচে দলের বোলাররা অগুন্তি রান দিচ্ছেন, কোনও ম্যাচে ধসে পড়ছে দলের ব্যাটিং লাইন-আপ ৷ ফ্র্যাঞ্জাইজি লিগের সফলতম দল শেষ কোন মরশুমে এত বাজে শুরু করেছিল, তা ভেবে পাচ্ছেন না ক্রিকেট বোদ্ধারাও ৷ স্কোরবোর্ডে 125 রান তুলে যশস্বী জয়সওয়াল, জোস বাটলারদের রাজস্থানকে যে আটকানো অসম্ভব, তা জানাই ছিল ৷ সেই মতোই 27 বল বাকি থাকতেই খেলা গুটিয়ে দিল 'পিঙ্ক আর্মি' ৷

আপাত নিরীহ স্কোর তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রাজস্থান ৷ জয়সওয়ালকে তুলে নেম কোয়েনা মাফাকা ৷ এটিই আইপিএলে তরুণ প্রোটিয়া পেসারের প্রথম উইকেট ৷ যদিও তারপরেই বাটলার-স্যামসন চালিয়ে খেলার চেষ্টা করলেও চাপ বাড়ান জসপ্রীত বুমরা ৷ যদিও একাধিকবার উইকেট নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও উইকেট পাননি দলের সেরা অস্ত্র ৷ তারমধ্যেই পরপর দুই ব্যাটারকে ফেরত পাঠান আকাশ মাধওয়াল ৷ তারপর যদিও আর সমস্যা তৈরি করতে পারেনি ‘হার্দিক অ্যান্ড কোং’ ৷

রোহিত শর্মা, নমন ধীর, ডেওয়াল্ড ব্রেভিসের গোল্ডেন ডাকে ধুঁকতে থাকা মুম্বইকে তিন অঙ্কে পৌঁছে দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা ৷ হার্দিকের 21 বলে 34 ও তিলকের 29 বলে 32 রানের সৌজন্যে 125 রান তোলে পল্টনরা ৷ যদিও কুড়ি-বিশের ফর্ম্যাটে কোনও দলকে আটকাতেই এই রান যথেষ্ট নয় ৷ তারমধ্যেও জসপ্রীত বুমরার আগুনে স্পেল ও আকাশ মাধওয়ালের পরপর সঞ্জু-বাটলারকে তুলে নেওয়ায় খানিক আশার আলো দেখেছিল ওয়াংখেড়ে ৷ যদিও তাতে জল ঢালতে বিশেষ সময় নেননি রিয়ান পরাগ ৷ অসমের তরুণ ব্যাটারের অর্ধ-শতরানে ম্যাচ বের করে নেয় রাজস্থান ৷

আরও পড়ুন:

  1. হার্দিকের উদ্দেশে ধেয়ে এল কটাক্ষ, ওয়াংখেড়ে বোঝাল মুম্বইয়ের 'জান' রোহিতই
  2. ঋষভের প্রত্যাবর্তন মানুষের কাছে সত্যিকারের অনুপ্রেরণা, মত ওয়াটসনের
  3. রামনবমীর দিন নিরাপত্তা নিয়ে জটিলতা, ইডেনে কি হবে না নাইটদের ম্যাচ!
Last Updated : Apr 2, 2024, 8:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details