পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-বাংলাদেশ ম্যাচ, রোহিতদের শেষ চারের রাস্তা কতটা কঠিন হবে ? - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

India vs Bangladesh Super 8 Match: আজ অ্যান্টিগায় সুপার এইটের ম্যাচ মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ ৷ ভারতীয় সময় রাত আট’টায় মাঠে নামবেন রোহিত শর্মারা ৷ কিন্তু ম্যাচ শুরু সময় প্রায় 24% বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে টিম ইন্ডিয়ার শেষ চারে যাওয়ার অঙ্কটা কী হবে ?

Etv Bharat
বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ভারত-বাংলাদেশ ম্যাচ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 22, 2024, 4:07 PM IST

অ্যান্টিগা, 22 জুন: আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার বৃ্ষ্টিতে ভাসতে পারে অ্যান্টিগা ৷ আর এর ফলে ভেস্তে যেতে পারে স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ ৷ সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে ভারত ৷ বাংলাদেশ ম্যাচ জিতলে শেষ চারের টিকিট কার্যত নিশ্চিৎ হয়ে যাবে টিম ইন্ডিয়ার ৷ কিন্তু ম্যাচ ভেস্তে গেলে সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়ে যাবে ‘রোহিত অ্যান্ড কোং’য়ের ৷

ভারতের শেষ চারে যাওয়ার অঙ্ক...

এই মুহূর্তে একটি করে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও ভারত ৷ রান-রেটের নিরিখে এক নম্বরে রয়েছে অজিরা ৷ ভারত-বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে এক পয়েন্ট করে পাবে দুই দল ৷ সেক্ষেত্রে দু’ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে যাবে ‘মেন ইন ব্লু’ ৷ যদিও আগামিকাল সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-আফগানিস্তান ৷ ওই ম্যাচে অজিরা জিতলে 4 পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছে যাবে ৷ ফলে ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচ অজিদের কাছে স্রেফ নিয়মরক্ষার ৷

সেই ম্যাচে জিতে গেলে শেষ চারে পৌঁছে যাবে ভারত ৷ হারলে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিকে ৷ ওই ম্যাচে যদি আফগানিস্তান জেতে, সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া ৷ সমস্যাটা হবে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিলে ৷ সেক্ষেত্রে বিচার্য হবে নেট রান-রেট ৷ যদিও ভালো রান-রেট থাকায় ওই পরিস্থিতিতে পৌঁছলে অ্যাডভান্টেজ ভারত ৷

অজিরা হেরে গেলে ?

আজ ভারতের ম্যাচ ভেস্তে গেলে এবং অজিরা আফগানদের কাছে হেরে গেলে রোহিত-কোহলিদের কাজটা খানিক কঠিন হয়ে যাবে ৷ কারণ অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরে গেলে দু’দলেরই পয়েন্ট দাঁড়াবে 2 পয়েন্ট ৷ সেক্ষেত্রে শেষ ম্যাচে আফগানিস্তান শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিলে এবং ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হলে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া, দু’দলের পয়েন্ট দাঁড়াবে 4 ৷ ছিটকে যাবে 3 পয়েন্ট পাওয়া ভারত ৷

ABOUT THE AUTHOR

...view details