কলকাতা, 12 সেপ্টেম্বর: প্রথমবার আইএসএলে ইস্টবেঙ্গল অভিযান শুরু করতে চলেছে গত মরশুমের কোচকে পদে বহাল রেখে ৷ তাছাড়া ম্য়ানেজমেন্টের সঙ্গে কাঁধে কাঁধ লড়িয়ে মরশুম শুরুর আগে একটা শক্তিশালী দল গঠন করেছেন ক্লাব-কর্তারা ৷ যা নতুন মরশুমে আইএসএল অভিযান শুরুর আগে আশাবাদী করে তুলেছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে ৷ তাই মরশুমের প্রথম আইএসএল ম্য়াচ খেলতে বেঙ্গালুরু উড়ে যাওয়ার আগে প্রথম ছয়ই যে লক্ষ্য, তা পরিষ্কার করে দিলেন স্প্যানিশ কোচ ৷
কার্লেস কুয়াদ্রাতের বক্তব্য (ETV Bharat) গার্ডেন সিটি উড়ে যাওয়ার ঠিক আগে বৃহস্পতির বিকেলে ইস্টবেঙ্গল কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন হিজাজি মাহের ৷ যিনি সদ্য জর্ডন জাতীয় দলের হয়ে খেলে ফিরেছেন ৷ ইস্টবেঙ্গলে খেলেই জাতীয় দলের ডাক এসেছে ডিফেন্ডারের কাছে ৷ বিষয়টিকে সামনে এনে কুয়াদ্রাত বোঝালেন দল সঠিক পথেই রয়েছে ৷ কিন্তু ফলাফল না-দিতে পারলে মুখের কথার কোনও দাম নেই ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে ৷ তাই লক্ষ্য বেঁধে ধাপে ধাপে এগোনোর কথা কোচের গলায় ৷
গতবছর কান্তিরাভায় বিতর্কিত রেফারিংয়ের শিকার হতে হয়েছিল দলকে ৷ কুয়াদ্রাত অবশ্য সেসব ভুলে ইতিবাচক মানসিকতা নিয়েই বেঙ্গালুরুতে জয়ের খোঁজে নামতে চান। নিশুকুমার এবং প্রভাত লাকড়া ছাড়া পুরনো দলের বিরুদ্ধে সকলকেই পাচ্ছেন স্প্যানিশ কোচ প্রতিপক্ষ বেঙ্গালুরুকে তিনি চেনেন। সুনীল ছেত্রী, শিবাশক্তিরা ঘরের মাঠে কতটা শক্তিশালী তা বিলক্ষণ জানেন কুয়াদ্রাত। তবু কোচের পাশের বসে হিজাজির কথাতেও ভয়ডরহীন ফুটবলে তিন পয়েন্ট জিতে আসার ডাক।
গতবছর সাতটি ম্যাচে ক্লিনশিট রেখেছিল ইস্টবেঙ্গল। এইবছর সেই সংখ্যাটা বৃদ্ধি করার পাশাপাশি কুয়াদ্রাতের লক্ষ্য জয়ের সংখ্যা বাড়ানো। দল নিয়ে বেঙ্গালুরু যাওয়ার আগে লাল-হলুদ কোচ জানালেন, বর্তমান দলটি ভবিষ্যতের লক্ষ্যে গড়া হয়েছে। ম্যানেজমেন্ট সেই লক্ষ্যেই পরিকল্পনা সাজিয়েছেন। কুয়াদ্রাত জানালেন, ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল দর্শন সম্পর্কে বুঝছেন হিজাজি। সামগ্রিকভাবে এমন একটা প্রতিদ্বন্দ্বিতামূলক দল গড়া হয়েছে, যারা শুধুমাত্র খেলবে না; বরং ট্রফির জন্য ঝাঁপাবে। সেই লক্ষ্যের দৌড় শনিবার শুরু কান্তিরাভায় ৷