প্যারিস, 31 জুলাই: বিশ্ব ব়্যাংকিংয়ে 73 নম্বর ক্রিস্টিন কুবাকে হারাতে যে তাঁকে বিশেষ বেগ পেতে হবে না, সে কথা জানাই ছিল ৷ কিন্তু পুসারলা ভেঙ্কট সিন্ধু অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে তিনি যে এতটা দাপট দেখাবেন, তা হয়তো আঁচ করতে পারেননি অনুরাগীরা ৷ কিন্তু বুধবার এস্তোনিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোর্টে ঝড় তুলে দিলেন দু'বারের পদকজয়ী ৷ কুবাকে স্ট্রেট গেমে হারিয়ে পৌঁছে গেলেন অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে ৷ সিন্ধুর পক্ষে ম্যাচের ফল 21-5, 21-10 ৷
দ্বিতীয় ম্যাচ জিততে কোর্টে সিন্ধু ব্যয় করলেন মাত্র 34 মিনিট সময় ৷ এদিন প্রথম সেটে একসময় 8-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন গত দু'বার পোডিয়ামে ফিনিশ করা ভারতীয় শাটলার ৷ প্রথম গেমে বিরতিতে সিন্ধু এগিয়ে ছিলেন 11-2 ব্যবধানে ৷ সেখান থেকে জয় ছাড়া অন্য কিছু প্রত্যাশা করা নিছক বোকামি ৷ বিরতির পরও কোনওরকম প্রত্যাঘাত হানতে পারেননি কুবা ৷ শেষমেশ 21-5 ব্যবধানে প্রথম সেটের নিষ্পত্তি করেন ভারতীয় শাটলার ৷