ওসলো (নরওয়ে), 30 মে: এখনও একবছর হয়নি ৷ 2023 আজারবাইজানে অনুষ্ঠিত বিশ্বকাপে তাঁর ঐতিহাসিক স্বপ্নের দৌড় এখনও মনে রেখেছে বিশ্ব ৷ যদিও ফাইনালে গিয়ে পয়লা নম্বর ম্য়াগনাস কার্লসেনের কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছিল দাবার বিস্ময় বালক রমেশবাবু প্রজ্ঞানন্দের ৷ তবে বছর না-ঘুরতেই কার্লসেনকে হারিয়ে চমক দিলেন ভারতের কিশোর গ্র্যান্ডমাস্টার ৷ নরওয়ে চেস টুর্নামেন্টে ক্লাসিক্যাল দাবায় প্রথমবার বিশ্বের পয়লা নম্বরকে পরাজিত করলেন প্রজ্ঞানন্দ ৷
দেশের মাটিতে ফেভারিট হিসেবে শুরু করা কার্লসেনের বিরুদ্ধে বৃহস্পতিবার সাদা ঘুঁটি নিয়ে বাজিমাত করেন চেন্নাইয়ের বছর আঠারোর গ্র্যান্ডমাস্টার ৷ এর আগে ব়্যাপিড চেস কিংবা বিভিন্ন প্রদর্শনী ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনকে হারানোর নজির থাকলেও ক্লাসিক্যাল দাবায় কখনও তাঁকে চেকমেট করতে পারেননি বিশ্বনাথন আনন্দের অ্যাকাডেমির ছাত্র ৷ এর আগে ক্লাসিক্যাল চেসে তিনবার মুখোমুখি হয়েছিলেন একে অপরের ৷ তিনবারই গেম শেষ হয়েছিল অমীমাংসিতভাবে ৷