প্যারিস, 9 অগস্ট: অলিম্পিক্স যে দেশের জার্সিতে তাঁর শেষ প্রতিযোগিতা, সেটা পিআর শ্রীজেশ ঘোষণা করেছিলেন আগেই ৷ ব্রোঞ্জ জিতে তাঁকে ‘পুরস্কার’ দিয়েছে ‘মেন ইন ব্লু’ ৷ পোডিয়ামে উঠেও অধিনায়ক হরমনপ্রীত বারবার শ্রীজেশকে দেখাচ্ছিলেন ৷ বুঝিয়ে দিচ্ছিলেন, ভারতীয় হকি দলের এই সাফল্যের অন্যতম কাণ্ডারি শ্রীজেশ ৷
এবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়ে দিল, প্যারিস অলিম্পিক 2024-এর সমাপ্তি অনুষ্ঠানে পিস্তল শুটার মনু ভাকেরের সঙ্গে যৌথ পতাকাবাহী হবেন শ্রীজেশ ৷ আইওএ সভাপতি পিটি ঊষা বলেন, ‘‘শেফ দ্য মিশন গগন নারাং এবং সমগ্র ভারতীয় দল-সহ আইওএ নেতৃত্বও শ্রীজেশের কেরিয়ারে মুগ্ধ ৷ দু’দশকেরও বেশি সময় ধরে দেশের হকি এবং খেলাধুলাকে অনেক কিছু দিয়েছেন তিনি ৷’’
18 বছরের বর্ণময় কেরিয়ার উজাড় করে দিয়েছে কেরলের শ্রীজেশকে ৷ যার মধ্যে বোধহয় সবচেয়ে উপরে থাকবে টোকিয়োয় ব্রোঞ্জ জয় ৷ যা 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদক দিয়েছিল ভারতকে ৷ চলতি অলিম্পিক্সেও দারুণ ছন্দে ছিলেন শ্রীজেশ ৷ কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে পেনাল্টি শুট-আউটে হারানোর পিছনে তাঁর অবদান অনস্বীকার্য ৷ ব্রোঞ্জ জয়ের ম্যাচেও স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই চালান তিনি ৷ তেকাঠির সামনে তিনি দেওয়ালের মতোই দূর্ভেদ্য ৷
2006 দক্ষিণ এশিয়ান গেমসে আন্তর্জাতিক হকিতে আত্মপ্রকাশ পিআর শ্রীজেশের ৷ কেরিয়ারে ভারতের বহু সাফল্যের শরিক তিনি ৷ এর মধ্যে রয়েছে 2014 এশিয়ান গেমসে সোনা, 2018 এশিয়াডে ব্রোঞ্জ ৷ এছাড়া 2018 ভারতের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল, 2019 এফআইএইচ মেন্স সিরিজ ফাইনালসের চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি ৷